রেল হুইল ফ্যাক্টরি রিক্ৰুটমেন্ট(অ্যাক্ৰশ ইন্ডিয়া)

রেল হুইল ফ্যাক্টরি রিক্ৰুটমেন্ট(অ্যাক্ৰশ ইন্ডিয়া)
Published on

রেল হুইল ফ্যাক্টরি রিক্ৰুটমেন্ট(অ্যাক্ৰশ ইন্ডিয়া)

আগ্ৰহী প্ৰার্থীরা নিম্নলিখিত পদে নিয়োগের জন্য নির্ধারিত ফরম্যাটে ২৪-০২-২০২০ তারিখ অথবা তার আগে আবেদন করতে পারেন। প্ৰার্থীদের সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করার আগে যোগ্যতার মানদণ্ড সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১. পদের নামঃ স্পোর্টস কোটা

২. পদের সংখ্যাঃ ০৫

৩. চাকরির স্থানঃ ভারত জুড়ে

৪. শেষ তারিখঃ ২৪-০২-২০২০

ঠিকানাঃ দ্য সিনিয়র পার্সোনেল অফিসার,পার্সোনাল ডিপার্টমেন্ট,রেল হুইল ফ্যাক্টরি(মিনিস্ট্ৰি অফ রেলওয়েজ)অ্যাডমিনিস্ট্ৰেটিভ বিল্ডিং,ইয়েলা হানকা,ব্যাঙ্গালোর ৫৬০০৬৪

বিশেষ দ্ৰষ্টব্যঃ আবেদনপত্ৰ বন্ধের তারিখ ও সময় ২৪-০২-২০২০(বিকেল ৫টা)

উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি অসম,মেঘালয়,মণিপুর,অরুণাচল প্ৰদেশ,মিজোরাম,নাগাল্যান্ড,ত্ৰিপুরা,সিকিম,জম্মু ও কাশ্মীর,লাহোয়াল এবং স্পাতি ডিস্ট্ৰিক্ট এবং হিমাচল প্ৰদেশের চাম্বা জেলার পানগি মহকুমা,আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ-এর জন্য আবেদনপত্ৰ বন্ধের শেষ তারিখ ও সময় ০২-০৩-২০২০ বিকেল ৫টা।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com