রাজনাথ আজ সিয়াচেন পরিদর্শনে যাচ্ছেন

রাজনাথ আজ সিয়াচেন পরিদর্শনে যাচ্ছেন
Published on

নয়াদিল্লিঃ প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং আজ সিয়াচেন সফরে যাচ্ছেন। পাকিস্তান লাগোয়া সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি সিয়াচেন বেস ক্যাম্পে সেনা আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। নতুন দায়িত্ব গ্ৰহণের পর এই প্ৰথম রাজনাথ রাজধানীর বাইরে যাচ্ছেন। জম্মু ও কাশ্মীরের লদাখ অঞ্চলও তিনি পরিদর্শন করবেন। সিয়াচেন ঘাঁটির সেনা জওয়ানদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।

প্ৰতিরক্ষা মন্ত্ৰীর কার্যালয় থেকে টুইট করে এখবর জানানো হয়েছে। সূত্ৰটি জানাচ্ছে,সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত এবং প্ৰতিরক্ষা মন্ত্ৰকের বরিষ্ঠ কর্মকর্তারা রাজনাথের সফর সঙ্গী হচ্ছেন। লদাখ ও সিয়াচেন হিমবাহ অঞ্চলে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে প্ৰতিরক্ষামন্ত্ৰীকে অবগত করানো হবে। ১৯৮৪ সালের ১৩ এপ্ৰিল থেকে সেনাবাহিনী সিয়াচেন হিমবাহ অঞ্চলটি নিয়ন্ত্ৰণ করে আসছে। ‘অপারেশন মেঘদূত’ নামে এক অভি্যান চালিয়ে ভারতীয় সেনাবাহিনী পাক সেনাকে পরাভূত করে ওই এলাকাটি নিজেদের দখলে এনেছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com