অসমে রাজ্যসভার তিনটি আসনে তিন প্ৰার্থীর মনোনয়নপত্ৰ দাখিল

অসমে রাজ্যসভার তিনটি আসনে তিন প্ৰার্থীর মনোনয়নপত্ৰ দাখিল

গুয়াহাটিঃ অসমে রাজ্যসভার নির্বাচনে শুক্ৰবার মনোনয়ন দাখিলের শেষদিনে চতুর্থ কোনও প্ৰার্থী মনোনয়ন দাখিল করেননি। শেষপর্যন্ত রাজ্যসভা নির্বাচনে তিনটি আসনের জন্য ময়দানে রইলেন তিনজন প্ৰার্থী। ফলে ভোট গ্ৰহণের আর প্ৰয়োজন পড়ছে না। তিনজন প্ৰার্থীর জয়ই নিশ্চিত। ২৬ মার্চ ওই তিন আসনে নির্বাচনের কথা ছিল। কিন্তু এখন আর ভোটের প্ৰয়োজন নেই। বিজেপি নেতৃত্বাধীন জোটের প্ৰার্থী হিসেবে ভুবনেশ্বর কলিতা এবং কংগ্ৰেস-এআইইউডিএফ-এর সম্মিলিত বিরোধী শিবিরের প্ৰার্থী হিসেবে বরিষ্ঠ সাংবাদিক অজিত কুমার ভুঞা শুক্ৰবার তাঁদের মনোনয়ন পত্ৰ জমা দিয়েছেন। শাসক জোটের আরও একজন প্ৰার্থী বিপিএফ-এর বিশ্বজিৎ দৈমারি তাঁর মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন গত বুধবার। এখন প্ৰত্যেকের মনোনয়নপত্ৰ যদি বৈধ হয় তাহলে সংসদের উচ্চ সদনে তাঁদের আসন পাকা হয়ে যাবে।

আগামি ১৬ মার্চ মনোনয়নপত্ৰগুলো পরীক্ষা করা হবে। রিটার্নিং অফিসার অমরেন্দ্ৰ নারায়ণ ডেকার মতে,সমস্ত আনুষ্ঠানিকতার পর ১৮ মার্চ বিকেল ৩টার পর তিন প্ৰার্থীর জয়ের কথা জনসমক্ষে ঘোষণা করা হবে। উল্লেখ্য ১৮ মার্চ প্ৰার্থিত্ব প্ৰত্যাহারের শেষ দিন।

বিজেপি নেতৃত্বাধীন জোটের প্ৰার্থী ভুবনেশ্বর কলিতা,শুক্ৰবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস এবং অগপ ও বিপিএফ নেতাদের উপস্থিতিতে তাঁর মনোনয়নপত্ৰ জমা দেন। মনোনয়নপত্ৰ দাখিল করার পর কলিতা রাজ্যসভা আসনে তাঁকে টিকিট দেওয়ার জন্য কেন্দ্ৰ ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান।

অন্যদিকে,বিরোধী শিবিরের প্ৰার্থী সাংবাদিক অজিত কুমার ভুঞা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ,এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল,প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা,বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া এবং অন্যান্যদের উপস্থিতিতে তাঁর মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ভুঞার সঙ্গে সিপিআই,সিপিআই(এম),কিছু বুদ্ধিজীবী,আইনজীবী,সাংবাদিক ও অন্যান্যরা ছিলেন।

মনোনয়ন জমা দিয়ে ভুঞা বলেন,‘আমার অবস্থান সম্পর্কে অসমের মানুষ ভালো করেই জানেন। আমি জিতলে অসমের স্বার্থকেই অগ্ৰাধিকার দেবো’।

ওদিকে,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন,‘বিজেপি এবং জোটের তৃতীয় প্ৰার্থী দেওয়ার কোনও প্ৰশ্নই আসে না কারণ তৃতীয় আসনে জেতার জন্য প্ৰয়োজনীয় সংখ্যক সদস্য তাদের নেই’। আরও একজন সাংবাদিক অতনু ভুঞা বৃহস্পতিবার মনোনয়নপত্ৰ সংগ্ৰহ করেছিলেন যদিও কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটি দাখিল করেননি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Meet the two specially-abled singers gracing the 43rd Dol Mahotsav in Kampur

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com