রাজ্যসভা নির্বাচনঃ কামাখ্যাপ্ৰসাদ তাসাকে প্ৰার্থী করল বিজেপি

রাজ্যসভা নির্বাচনঃ কামাখ্যাপ্ৰসাদ তাসাকে প্ৰার্থী করল বিজেপি

গুয়াহাটিঃ বিজেপি সোমবার অসমের দুটি রাজ্যসভা আসনের মধ্যে একটিতে প্ৰাক্তন সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসাকে মনোনীত করেছে। নেডার আহ্বায়ক তথা রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা সোমবার রাজ্য বিধানসভায় বিধান পরিষদীয় দলের বৈঠক শেষে একথা জানান। শর্মা ছাড়াও এই বৈঠকে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস। সমঝোতা অনু্যায়ী,বিজেপির শরিক দল অসম গণ পরিষদ(অগপ)রাজ্যসভার অন্য একটি আসনের জন্য বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্যকে প্ৰার্থী করছে। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এবং কংগ্ৰেসের সান্টিয়াস কুজুর-এর দখলে ছিল রাজ্যসভার এই দুটি আসন। আগামি ২৪ জুন অসমের এই দুটি রাজ্যসভার আসন খালি হচ্ছে-মনমোহন সিং ও কুজুরের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায়। নির্বাচন কমিশন রাজ্যসভার এই দুটি আসনের নির্বাচনের দিন নির্ধারণ করেছে আগামি ৭ জুন।

এদিকে অগপ বিধান পরিষদীয় দলও সোমবার রাজ্যসভার নির্বাচন নিয়ে সচিবালয়ে একপ্ৰস্ত আলোচনায় মিলিত হয়। পরে অগপ সভাপতি অতুল বরা এবং বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস একদফা বৈঠক করেন।

তাসা এবং বৈশ্য মঙ্গলবার তাদের মনোনয়নপত্ৰ দাখিল করছেন। মঙ্গলবারই মনোনয়নপত্ৰ দাখিলের শেষ দিন। তাসা পরে সাংবাদিকদের বলেন,‘আমাকে ফের একটা নতুন দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে। আমি এই অঞ্চলের বিভিন্ন ইস্যু ও জনগণের সমস্যা সংসদে আলোকপাত করার চেষ্টা করবো’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com