রাখি বন্ধনের উপহারঃ মহিলাদের জন্য বিনামূল্যে বাস সেবা

রাখি বন্ধনের উপহারঃ মহিলাদের জন্য বিনামূল্যে বাস সেবা
Published on

রাখি বন্ধন সমাগত। ভাই-বোনের সম্পর্ক মধুর ও সুদৃঢ় করতেই পালিত হয় এই উৎসব। রাখি বন্ধনের দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করে। আগামি ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব।

রাখি বন্ধন উপলক্ষে উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ মহিলাদের জন্য এক বিশেষ উপহার ঘোষণা করেছেন। রাজ্য পরিবহণ নিগমের সমস্ত বাস ও সিটি বাসে রাখি বন্ধনের দিন মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বিনামূল্যের এই সেবা প্ৰযোজ্য হচ্ছে ১৪ আগস্ট মাঝরাত থেকে ১৫ আগস্ট মাঝরাত অবধি। উত্তর প্ৰদেশের পরিবহণ মন্ত্ৰী স্বাতন্ত্ৰ সিং বিভাগটিকে এবিষয়ে প্ৰস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য পরিবহণ বিভাগ ১৩ আগস্ট থেকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করছে। মোট ১৮টি স্থানের জন্য বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি,মিরাট,সাহারানপুর,আগ্ৰা,মুরাদাবাদ,বেরিলি,লখনৌ,কানপুর,গোরখপুর,প্ৰয়াগরাজ,বারাণসী ইত্যাদি গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই ব্যবস্থা করা হয়েছে। এই সময়কালে পরিবহণ নিগমের বাসে মহিলাদের নিরাপত্তার প্ৰতি দৃষ্টি রেখে নিরাপত্তারক্ষী মোতায়েন করা সম্পর্কেও জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্ৰী আরও ঘোষণা করেছেন যে রাখি বন্ধন উপলক্ষে রাজ্যে মহিলারা সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করতে পারবেন।

রাখি বন্ধন উপলক্ষে মুখ্যমন্ত্ৰীর এই উপহারের প্ৰতি স্বাগত জানিয়েছেন মহিলারা। ভাই-বোনের সম্পর্ক মধুর করার জন্য ১৫ আগস্ট সারা দেশেই পালিত হবে রাখি বন্ধন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Amazing folk twist to India’s national anthem using folk instruments

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com