রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিরোধ মামলার শুনানি গুটিয়ে নিল সুপ্ৰিমকোর্ট

রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিরোধ মামলার শুনানি গুটিয়ে নিল সুপ্ৰিমকোর্ট
Published on

নয়াদিল্লিঃ সুপ্ৰিমকোর্ট রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ জমি বিরোধ মামলা নিয়ে ৪০ দিনের শুনানি গুটিয়ে নিলো বুধবার এবং সেই সঙ্গে সংরক্ষিত রাখলো রায়দান। অযোধ্যার জমি বিতর্ক নিয়ে শুনানির জন্য সিজেআই-র বেঁধে দেওয়া চূড়ান্ত সময়ের একঘণ্টা আগেই শুনানি গুটিয়ে নিল সুপ্ৰিমকোর্ট। ভারতের মুখ্য বিচারপতি(সিজেআই)রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ দলগুলোকে তাদের মতামত ও প্ৰমাণাদি তিনদিনের মধ্যে লিখিতভাবে দাখিল করার নির্দেশ দিয়েছে। কোর্ট মামলাটি নিয়ে আগামী ১৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত রায় দেবে।

প্ৰচার মাধ্যমের রিপোর্টে এদিন গোড়ার দিকে বলা হয়েছিল যে কোর্টের ১নং কক্ষে সারা ভারত হিন্দু মহাসভার কৌঁশুলি সুন্নি ওয়াকফ বোর্ডের প্ৰতিনিধিত্বকারী বরিষ্ঠ আইনজীবী রাজীব ধাওয়ানের হাতে অযোধ্যা সংক্ৰান্ত কাগজপত্ৰ তুলে দিলে ক্ৰোধের বশে তিনি সেগুলো ছিড়ে ফেলেন। এনিয়ে আদালতে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য হিন্দু মহাসভা যে কাগজপত্ৰ ধাওয়ানের হাতে দিয়েছিল তাতে ভগবান রামের জন্মস্থানের একটি মানচিত্ৰ ছিল। ধাওয়ান পরে বলেছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ তাঁকে কাগজগুলো ছিড়ে ফেলার অনুমতি দিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে এ সপ্তাহের গোড়াতে অযোধ্যা জেলা প্ৰশাসন আগামি ১০ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করে। নির্দেশে ওই এলাকায় বিনা অনুমতিতে মানবহীন এরিয়েল ভেহিকলস ব্যবহার নিষিদ্ধ করা হয়। জেলায় নৌ চালন ও আতশবাজির বিক্ৰি ও উৎপাদন নিষিদ্ধ করা হয় নির্দেশে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP staged 2 hr road blockade in Lakhimpur

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com