Begin typing your search above and press return to search.
শুরু হলো ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্ৰ রমজান

গুয়াহাটিঃ মুসলিম সম্প্ৰদায়ের মানুষ মঙ্গলবার থেকে পবিত্ৰ রমজান মাসের উপবাস শুরু করেছেন। এসময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিম সম্প্ৰদায়ের মানুষ নির্জলা উপবাস করবেন। সন্ধ্যায় বিশেষ নামাজ পাঠে অংশ নেবেন,যাকে ‘তারাউই’ বলা হয়ে থাকে। অসম সরকার ইসলাম ধর্মাবলম্বী কর্মীদের বিকেল সাড়ে চারটায় অফিস ছাড়ার অনুমতি দিয়েছে।
নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ইসলাম ধর্মাবলম্বী কর্মীরা অফিস ছাড়তে পারবেন পুরো রমজান মাসে। মুসলিম সরকারি কর্মীদের জন্য ৬মে থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। তবে রাজ্য সরকারের বিভিন্ন কার্যালয়ে কর্মরত মুসলিমরা আধ ঘণ্টা আগে বাড়িতে যাওয়ার অনুমতি পেলেও সকালে আধ ঘণ্টা আগে অর্থাৎ ৯টার মধ্যে তাদের অফিস ঢোকার শর্ত রেখেছে রাজ্য সরকার।
Next Story