Begin typing your search above and press return to search.

সুপারি বোঝাই ট্ৰাকঃ সরবরাহকারীর হদিশ এখনও পায়নি পুলিশ

সুপারি বোঝাই ট্ৰাকঃ সরবরাহকারীর হদিশ এখনও পায়নি পুলিশ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Aug 2019 9:56 AM GMT

গুয়াহাটিঃ মহানগর পুলিশ গত ২১ আগস্টের রাতে মহানগরীর দুটি স্থান থেকে সুপারি বোঝাই ২৭টি ট্ৰাক আটক করেছিল। জালুকবাড়ি এলাকা থেকে ২৬টি ও জোরাবাট থেকে ১ ট্ৰাক আটক করেছিল পুলিশ। সুপারি বোঝাই এই কনসাইনমেন্টগুলো কে বা কারা সরবরাহ করেছিল পুলিশ তদন্ত করে তার কোনও ক্লু এখনো খুঁজে পায়নি।

সুপারিগুলো কে বা কারা সাপ্লাই দিয়েছিল তার হদিশ খুঁজতে সিটি পুলিশ এখন শিলচর ও মিজোরামে পুলিশ দল পাঠাবে। এদিকে সুপারি বোঝাই ২৬টি ট্ৰাক বর্তমানে ৩৭নং রাষ্ট্ৰীয় সড়কে পার্ক করা হয়েছিল যদিও রবিবার রাতে সেগুলিকে আইএসবিটিতে নিয়ে আসা হয়। ডিটিও-র কর্মীরা ট্ৰাকগুলিকে ওভার লোডিং করার কারণ খতিয়ে দেখছেন। সেলস ট্যাক্স কর্মীরা ওই সব কনসাইনমেন্টের কর সম্পর্কিত নথিপত্ৰ পরীক্ষা করছেন। গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার বলেন,‘সুপারি কনসাইনমেন্টের সূত্ৰ খুঁজতে আমরা পুলিশ দলকে শিলচর ও মিজোরামে পাঠাচ্ছি। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স(ডিআরআই)এই মামলাটি পরীক্ষা করে দেখছে’।

সেলস ট্যাক্স বিভাগের একটি সূত্ৰের মতে, বিভাগের ৩ সদস্যের একটি দলকে ২৭টির মধ্যে ২৫টি ট্ৰাকের নথিপত্ৰ পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্ৰটি আরও বলেছে,সেলস ট্যাক্স টিম শুধু ই-ওয়ে বিলগুলি এবং ট্যাক্স ইনভয়েসগুলো পরীক্ষা করছে।

‘২৫টি ট্ৰাকের মধ্যে ১টি ছাড়া বাকি গাড়িগুলোর ই-ওয়ে বিলসমূহ ক্লিয়ারই পাওয়া গেছে। একটি ট্ৰাকের ই-ওয়ে বিলের সময়সীমা পেরিয়ে গেছে’-বলেছে সূত্ৰটি। ওই সূত্ৰে আরও বলা হয়েছে ২৫টি সুপারি সরবরাহকারীর মধ্যে ৯ জন অসমের এবং বাকি ১৬টি মিজোরামের।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সস্তা বার্মিজ সুপারিকে দেশীয় ব্ৰ্যান্ড দিয়ে মুনাফা লুটছে একাংশ ব্যবসায়ী

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Former CM Tarun Gogoi expresses displeasure over NRC

Next Story
সংবাদ শিরোনাম