Begin typing your search above and press return to search.

অসমিয়াকে চিরতরে রাজ্যের সরকারি ভাষা হিসেবে বহাল রাখতে কেন্দ্ৰকে আর্জি অগপ-র

অসমিয়াকে চিরতরে রাজ্যের সরকারি ভাষা হিসেবে বহাল রাখতে কেন্দ্ৰকে আর্জি অগপ-র

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Dec 2019 7:16 AM GMT

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)অসমিয়াকে চিরকালের জন্য রাজ্যর সরকারি ভাষা হিসেবে বহাল রাখতে কেন্দ্ৰের কাছে দাবি জানিয়েছে। নয়াদিল্লিতে শনিবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে বৈঠকের সময় অগপ এই দাবি উত্থাপন করে। নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)নতুন রূপে সংসদের শীতকালীন অশিবেশনে পেশ করার কেন্দ্ৰীয় প্ৰস্তাব নিয়ে আলোচনার জন্যই মূলত এই বৈঠক ডাকা হয়েছিল। দল সভাপতি অতুল বরার নেতৃত্বে অগপ-র উচ্চ পর্যায়ের একটি প্ৰতিনিধিদল শাহর সঙ্গে সাক্ষাৎ করে। দলটি রবিবারই এখানে ফিরে এসেছে। বরা এখানে সাংবাদিকদের বলেন,তাঁর দল পর্যায়ক্ৰমে শাহকে বলেছে,অসমিয়াকে চিরতরে রাজ্যের সরকারি ভাষা হিসেবে বহাল রাখার দাবি জানিয়েছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহর উদ্ধৃতি দিয়ে বরা বলেন,রাজ্যের খিলঞ্জিয়া মানুষের সাংবিধানিক রক্ষাকবচের ব্যবস্থা করতে অসম চুক্তির ৬নং দফা সম্পর্কে উচ্চ পর্যায়ের কমিটির সমস্ত সুপারিশ কেন্দ্ৰ মেনে নেবে।

‘আমরা অসম বিধানসভার-১২৬টি আসনের মধ্যে ১০০টি এবং লোকসভার ১৪টি আসন ভূমিপুত্ৰদের জন্য সংরক্ষণ করার দাবি জানিয়েছি’-বলেন বরা। তিনি বলেন,কেন্দ্ৰ নতুন রূপে ক্যাব উত্থাপন করার পরই অগপ এব্যাপারে তাদের মতামত প্ৰকাশ করবে।

অগপর সাধারণ সম্পাদক কমলা কলিতা বলেন,দল স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পূর্বের ক্যাবটি কিছুতেই মেনে নেবে না। তিনি আরও বলেন,কেন্দ্ৰ ক্যাব আনতে বদ্ধপরিকর। অন্যদিকে,রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং অগপ-র প্ৰতিষ্ঠাতা সভাপতি প্ৰফুল্ল কুমার মহন্ত দাঁতে দাঁত চেপে আগের মতোই ক্যাবের বিরোধিতায় অটল রয়েছেন। তিনি বলেন,ক্যাবের সম্পূর্ণ বিরোধিতা করার জন্য অগপর হাতে এখনও সময় রয়েছে। তাঁর মতে,ক্যাব অসম চুক্তি পুরোপুরি লঙ্ঘন করবে।

এদিকে,অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)নিয়ে ৩ ডিসেম্বর নয়াদিল্লিতে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের(অজাযুছাপ)সঙ্গে আলোচনা করবেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এইচপিসি-র দুটো কাগজ কলের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে দিশপুর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU organized cycle rally against Citizenship Amendment Bill (CAB) in Biswanath

Next Story
সংবাদ শিরোনাম