Begin typing your search above and press return to search.

কাজিরঙায় বাগরি বনবিভাগের হেফাজত থেকে ফেরার চোরাশিকারি

কাজিরঙায় বাগরি বনবিভাগের হেফাজত থেকে ফেরার চোরাশিকারি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  14 May 2019 1:32 PM GMT

গুয়াহাটিঃ বন বিভাগের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হলো এক চোরাশিকারি। কাজিরঙার বাগরি বন শাখার জিম্মা থেকে ১৩ মে গন্ডার চোরাশিকারিটি পালিয়ে যায়। জখলাবন্ধা পুলিশ গত ৯ মে আখতার আলি নামের এই চোরাশিকারিকে আটক করেছিল। নগাঁও জেলার জখলাবন্ধার গারুবন্ধা থেকে এই চোরাশিকারিকে আটক করেছিল পুলিশ। কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের বেশকটি গন্ডার শিকারের ঘটনায় জড়িত ছিল এই চোরাশিকারি।

আখতার ২০১৬ সালে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের বান্দরদুবিতে বসবাদ করেছিল। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর বন বিভাগের কাছে গন্ডার শিকারের ঘটনায় জড়িত ছিল সে।

অন্যদিকে চোরাশিকারি ফেরার হওয়ার ঘটনাকে কেন্দ্ৰ করে ক্ষোভ প্ৰকাশ করেছেন স্থানীয় মানুষ। স্থানীয় লোকেরা এই ঘটনার জন্য রেঞ্জ অফিসের সামনে প্ৰতিবাদও জানান। রেঞ্জ অফিসার পঙ্কজ বরার অমনোযোগিতার সু্যোগ নিয়েই চোরাশিকারিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে মত প্ৰকাশ করার পাশাপাশি স্থানীয় মানুষ বরাকে বদলি করার দাবি তোলেন।

Next Story