Begin typing your search above and press return to search.

অস্ট্ৰেলিয়ার মেলবর্নে প্ৰদর্শন করা হবে রিমা দাসের ‘বুলবুল কেন সিং’, উপস্থিত থাকছেন বলিউড অভিনেতা শাহরুখ

অস্ট্ৰেলিয়ার মেলবর্নে প্ৰদর্শন করা হবে রিমা দাসের ‘বুলবুল কেন সিং’, উপস্থিত থাকছেন বলিউড অভিনেতা শাহরুখ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 July 2019 1:12 PM GMT

গুয়াহাটিঃ অস্ট্ৰেলিয়ার মেলবর্নে ভারতীয় চলচ্চিত্ৰ উৎসবে প্ৰদর্শন করা হবে খ্যাতনাম চলচ্চিত্ৰ পরিচালক রিমা দাসের ‘বুলবুল কেন সিং’ ছবিটি। এটা চলচ্চিত্ৰ উৎসবে উপস্থিত থাকবেন বলিউডের বাদশা শাহরুখ খান। ইন্ডিয়ান ফিল্ম ফ্যাস্টিভেল অফ মেলবর্ন এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে রিমা দাসের ছবি ‘বুলবুল কেন সিং’।

আঞ্চলিক ভাষার ছবি ‘ভিলেজ রকস্টার’-এর মাধ্যমে বিশ্ব জুড়ে জনপ্ৰিয়তা অর্জনে সক্ষম হয়েছেন রিমা দাস। ২০১৮ সালে ভিলেজ রকস্টার ছবিটি ফিচার্স শাখায় সেরা রাষ্ট্ৰীয় সম্মান লাভে সমর্থ হয়। অস্কার-এর জন্য মনোনয়ন করা হয়েছিল রিমার ভিলেজ রকস্টার ছবিটি।

রিমা দাসের নির্মিত ‘বুলবুল কেন সিং’ ছবিটি আন্তর্জাতিক প্ৰেক্ষাপটে বেশ কবার প্ৰদর্শিত হয়েছে। আগামি ৮ আগস্ট এই চলচ্চিত্ৰ উৎসব শুরুর প্ৰথম দিন দ্য ডিস্ট্ৰিক্ট ডকল্যান্ডসের হয়েটসে প্ৰদর্শন করা হবে রিমা দাসের এই ছবিটি।

এসম্পর্কে পরিচালক রিমা দাস তাঁর মনোভাব ব্যক্ত করে বলেছেন,‘চলচ্চিত্ৰ উৎসব আয়োজনের উৎসাহ উদ্দীপনা দেখে আমি যথেষ্ট সুখ অনুভব করছি। ইন্ডিয়ান ফিল্ম ফ্যাস্টিভেল অফ মেলবর্নের উদ্বোধনীর রাতে ‘বুলবুল কেন সিং’ প্ৰদর্শন নিয়ে খুবই উৎসাহিত ও ব্যগ্ৰ হয়ে আছি। উদ্যোক্তা কমিটির প্ৰতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছবি নির্মাতা হিসেবেও অপার আনন্দ অনুভব করছি এই মুহূর্তে’-বলেছেন রিমা।

বিশ্বের প্ৰথম সারির চলচ্চিত্ৰ উৎসবের অন্যতম টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভেলে ‘শেয়ার হার জার্নি’ শীর্ষক পদক্ষেপের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছিল চলচ্চিত্ৰ নির্মাতা রিমা দাসকে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমিয়া ছবির নির্মাতা রিমা দাস ও জাহ্নু বরুয়া সেরা পরিচালক মনোনীত এনওয়াইআইএফএফ-এ

Next Story
সংবাদ শিরোনাম