পাঁচ সন্দেহভাজন রোহিঙ্গা আটক গুয়াহাটি রেলস্টেশন থেকে

গুয়াহাটিঃ রেলওয়ে সুরক্ষা বাহিনীর(আরপিএফ)গুয়াহাটি শাখা আজ সকাল ৯টা নাগাদ গুয়াহাটি রেল স্টেশন থেকে পাঁচ সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করেছে।
জিআরপির রিপোর্ট মতে,এই সব রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক। এরা নয়াদিল্লি যাওয়ার জন্য প্ৰস্তুতি নেওয়ার সময় আরপিএফ কর্মীরা ১নং প্ল্যাটফর্ম থেকে এদের আটক করে।
কিছু চোরাই সামগ্ৰী সঙ্গে নিয়ে মণিপুর থেকে এখানে আসে এরা। এদের কাছ থেকে বেশ কয়েক প্যাকেট সিগারেট,কফি প্যাকেট ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের গুয়াহাটি জিআরএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী কার্যব্যবস্থা গ্ৰহণের জন্য। আটক ব্যক্তিদের মিসেস আরোফা,মহম্মদ জুবের(২১),কমল হুসেন(২০),মহম্মদ নুরুল হাকিম(১৯)এবং মহম্মদ কালিমুল্লা(১৯)নামে শনাক্ত করা হয়েছে।
জিআরপিএফ-এর একজন কর্মকর্তা দ্য সেন্টিনেল ডিজিটেলকে বলেন,‘আমরা এবিষয়ে পুঙ্খনাপুঙ্খভাবে তদন্ত করছি। এদের কাছ থেকে আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে সন্দেহ করা হচ্ছে রোহিঙ্গা হতে পারে।