Begin typing your search above and press return to search.

মার্ঘেরিটায় ৩৮নং রাষ্ট্ৰীয় সড়ক মরণ ফাঁদের রূপ নিয়েছে

মার্ঘেরিটায় ৩৮নং রাষ্ট্ৰীয় সড়ক মরণ ফাঁদের রূপ নিয়েছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 May 2019 1:25 PM GMT

ডিগবয়ঃ তিনসুকিয়া জেলার পাওই থেকে লিডু অবধি ৩৮নং রাষ্ট্ৰীয় সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বিস্তীর্ণ জায়গা জুড়ে সৃষ্টি হয়ে খানাখন্দের। মার্ঘেরিটা সাংবাদিক সংস্থা অবিলম্বে সড়ক সারাইয়ের দাবি জানিয়ে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে একটি স্মারকপত্ৰ দাখিল করেছিল। সাংবাদিক সংস্থা স্থানীয় অন্যান্য সংগঠনের সঙ্গে গত বৃহস্পতিবার মার্ঘেরিটা থানার অন্তর্গত বরগোলাইয়ে প্ৰতিবাদ কর্মসূচি পালন করে। কিন্তু এরপর সরকার গুরুত্বপূর্ণ এই পথ সারাইয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেইনি।

আন্দোলনকারীদের মতে,পথটির অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে তা বর্ণনা করা যায় না। পথের কিছু কিছু স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া সামান্য বৃষ্টি হলে খানাখন্দগুলিতে কোমর জল দাঁড়িয়ে যায়। এই পথটি কৃত্ৰিম মরণ ফাঁদের রূপ নিয়েছে। একের পর এক সরকার ক্ষমতায় এসেছে কিন্তু কেউই এই পথ সারাইয়ে কোনও গুরুত্ব দেয়নি। এসডিও সিভিল,স্থানীয় বিধায়ক এবং মুখ্যমন্ত্ৰী স্বয়ং এই পথ মেরামতির কথা একবারও ভাবেননি। এই অভিযোগ করেছে ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির একজন কর্মী। দীর্ঘদিন অবহেলিত থাকায় পথের এই দুরবস্থা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম