ক্ৰিকেটকে তুলে ধরতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির প্ৰয়াসের প্ৰশংসায় পঞ্চমুখ শচিন

গুয়াহাটিঃ বিশ্বের দরবারে ক্ৰিকেটকে তুলে ধরতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির প্ৰয়াসের ভূয়সী প্ৰশংসা করেছেন ক্ৰিকেট কিংবদন্তি শচিন তেন্ডুলকর। ক্ৰিকেটের উন্নয়নে মোদির এধরনের প্ৰয়াস দেখে অভিভূত মাস্টার ব্লাস্টার। মোদির এই প্ৰয়াস সারা বিশ্বে ক্ৰিকেটের বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটা ভেবেই তেন্ডুলকর অত্যন্ত আনন্দিত। সম্প্ৰতি মালদ্বীপ সফরকালে মোদি ওই দেশের রাষ্ট্ৰপতির হাতে একটি ক্ৰিকেট ব্যাট উপহার দেন। ওই ব্যাটে ভারতীয় জাতীয় দলের প্ৰত্যেক খেলোয়াড়ের স্বাক্ষর রয়েছে।
প্ৰধানমন্ত্ৰীর ভিআইপি বন্ধুকে ভারতীয় জাতীয় দলের স্বাক্ষর থাকা ক্ৰিকেট সম্পর্কিত স্মারক উপহার দেওয়ার এমন নজির ওই সব দেশে ক্ৰিকেট খেলার সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। এই দেশগুলিতে ক্ৰিকেট খেলার কোনও চল নেই।
বিশ্বকাপ চলার মুহূর্তে প্ৰধানমন্ত্ৰীর ‘ক্ৰিকেট ডিপ্লোমেসি’-র এই উজ্জ্বল দৃষ্টান্ত বাস্তবিকই প্ৰশংসার দাবি রাখে। শচিন এক টুইটে কিছু শব্দের মাধ্যমে প্ৰধানমন্ত্ৰীর এই ভূমিকার উচ্ছ্বসিত প্ৰশংসা করেছেন।
ওই টুইটে শচিন বলেছেন,‘ক্ৰিকেটকে তুলে ধরার জন্য নরেন্দ্ৰ মোদিজি আপনাকে অজস্ৰ ধন্যবাদ। বিশ্বকাপ চলার মুহূর্তে আপনার এই ‘ক্ৰিকেট ডিপ্লোমেসি’ একটা উৎকৃষ্ট উদাহরণ’।
তেন্ডুলকর আরও বলেন,‘প্ৰধানমন্ত্ৰীর এই পদক্ষেপের ফলে মালদ্বীপও যে খুব শিগগিরই ক্ৰিকেট মানচিত্ৰ আসবে,এখন তারই প্ৰতীক্ষা করছি’।