Begin typing your search above and press return to search.

আরএসএস-এর প্ৰথম আর্মি স্কুলে ‘সংস্কার’,‘সংস্কৃতি’,‘সমরাস্ত’-ই হবে শিক্ষার মূল বিষয়

আরএসএস-এর প্ৰথম আর্মি স্কুলে ‘সংস্কার’,‘সংস্কৃতি’,‘সমরাস্ত’-ই হবে শিক্ষার মূল বিষয়

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Jan 2020 11:19 AM GMT

লখনৌঃ উত্তর প্ৰদেশের বুলন্দশহরে আগামি এপ্ৰিল থেকে রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস)প্ৰথম আর্মি স্কুল চালু হচ্ছে। দেশের ভবিষ্যৎ সৈনিকদের ‘সংস্কার’,‘সংস্কৃতি’ এবং ‘সমরাস্ত’ বিষয়ে শিক্ষাদানই হবে এই সেনা স্কুলের মূল প্ৰতিপাদ্য বিষয়। আরএসএসই স্কুলটি পরিচালনা করবে।

স্কুলটির নামকরণ করা হয়েছে রাজুভাইয়া সৈনিক বিদ্যামন্দির(আরবিএসভিএম)হিসেবে। দেশে এধরনের এটাই প্ৰথম স্কুল,যা আরএসএস পরিচালনা করছে। রাজুভাইয়া ছিলেন আরএসএস-এর প্ৰাক্তন প্ৰধান। ‘আমরা চাইছি যারা প্ৰতিরক্ষা বাহিনীতে যোগ দিতে আগ্ৰহী তাদের উপযুক্ত শিক্ষাগ্ৰহণে ‘সংস্কার’ সংস্কৃতি এবং ‘সম্প্ৰীতি’(সমরাস্ত)সম্পর্কিত বিষয় এই স্কুলের প্ৰতিপাদ্য বিষয় হবে। এরফলে ভবিষ্যতে আমাদের প্ৰতিরক্ষা বাহিনী আরও শক্তিশালী ও সবল হয়ে উঠবে। ‘শিক্ষার পাশাপাশি ছাত্ৰদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষিত করে তোলার এই ধারণা শুধু আবাসিক স্কুলগুলিতেই সম্ভব’-বলেন আরএসএস-এর একজন বরিষ্ঠ কর্মকর্তা। সংঘের কর্মকর্তারা এই স্কুলে ছাত্ৰদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ সম্পর্কে নির্দেশিকা দেবেন,যা সশস্ত্ৰ বাহিনীতে ক্যারিয়ার গড়তে তাদের প্ৰভূত সাহা্য্য করবে।

বিদ্যালয়ে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষাদানকালে হিন্দুত্ববাদের পাঠ পড়ানো হবে কিনা জানতে চাওয়া হলে আরএসএস-এর কর্মকর্তা বলেন,‘আমরা রাষ্ট্ৰভক্তির(জাতীয়তাবাদ)প্ৰতিই আলোকপাত করবো। কিন্তু কেউ যদি এটা হিন্দুত্ববাদের সমপর্যায়বুক্ত বলে মনে করেন তাহলে সেটা তাদের সমস্যা’। সূত্ৰটি বলেছে,সেন্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)পাঠক্ৰম অনু্যায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্ৰেণি পর্যন্ত ছাত্ৰদের শিক্ষা দেওয়া হবে এই স্কুলে। ২০২০-র এপ্ৰিল থেকে ছাত্ৰরা এই স্কুলে পাঠ গ্ৰহণ করতে পারবে বলে উল্লেখ করে সূত্ৰটি বলেছে,তবে পরে মেয়েদের জন্যও স্কুলের একটি শাখা খোলা হবে। উত্তর প্ৰদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে এই স্কুলটি হচ্ছে। প্ৰাক্তন আরএসএস প্ৰধান রাজুভাইয়ার জন্ম এখানেই হয়েছিল ১৯২২ সালে। আরএসএস-এর শিক্ষা শাখা বিদ্যা ভারতী স্কুলটি পরিচালনা করবে। স্কুলে প্ৰতিরক্ষা বিষয়ে ছাত্ৰদের প্ৰশিক্ষণ দেওয়া হবে। বিদ্যাভারতী সারা দেশে ২০ হাজারের বেশি স্কুল পরিচালনা করছে। প্ৰাক্তন সৈনিক চৌধারি বাজপালের দান করা ৮ একর জমিতে হচ্ছে স্কুলটি। প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,তিন তলার স্কুল বাড়ির সঙ্গে থাকছে ছাত্ৰদের জন্য হস্টেল এবং স্টাফদের জন্য কোয়ার্টার,একটি ঔষধালয় এবং একটি স্টেডিয়াম।

আমরা ছাত্ৰদের ‘এনডিএ’,নেভেল অ্যাকাডেমি এবং ভারতীয় সেনাবাহিনীতে কারিগরি পরীক্ষার জন্য প্ৰস্তুত করবো। ২০ ফেব্ৰুয়ারি পর্যন্ত স্কুলে রেজিস্ট্ৰেশন চলবে। এস্ট্ৰেন্স টেস্ট হবে ১ মার্চ। আমরা ছাত্ৰদের সাধারণ জ্ঞান,গণিত এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা নেবো। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ হবে এবং এরপর হবে মেডিক্যাল টেস্ট। স্কুলের শিক্ষা বর্ষ শুরু হচ্ছে ৬ এপ্ৰিল থেকে’-বলেন আরবিএসভিএম-এর ডিরেক্টর কর্নেল শিব প্ৰতাপ সিং।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ঐতিহাসিক অন্যায় শুধরোতেই ‘ক্যা’ আনা হয়েছেঃ প্ৰধানমন্ত্ৰী মোদি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Ranjeet Kumar Dass takes over charge as State BJP President for 2nd consecutive term

Next Story
সংবাদ শিরোনাম