তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের উদ্বোধন করলেন সোনোয়াল

তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের উদ্বোধন করলেন সোনোয়াল
Published on

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসব(জিআইএফএফ)উদ্বোধন করেন। উৎসবে ইরানিয়ান ছবি প্ৰদর্শনে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। জ্যোতি চিত্ৰবন ড. ভূপেন হাজরিকা রিজিওনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের সহযোগিতায় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের তৃতীয় সংস্করণের আয়োজন করেছে। সাতদিনের এই উৎসব চলাকালে ৬৫টি দেশের ১০০টি-র বেশি ছবি প্ৰদর্শন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,সংস্কৃতি সমাজকে সংঘবদ্ধ করে এবং চলচ্চিত্ৰ হচ্ছে এমন একটা মাধ্যম,যা গোটা বিশ্বকে কাছে টেনে আনে। তিনি আশা করেন,গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের এই সংস্করণ রাজ্যের তরুণ প্ৰজন্মকে ছবি তৈরিতে উদ্বুদ্ধ ও উৎসাহিত করবে।

মুখ্যমন্ত্ৰী বলেন,প্ৰাকৃতিক সম্পদ,সাংস্কৃতিক ঐতিহ্য ও মেধাবী শিল্পীতে ভরে আছে রাজ্য,যারা বিশ্ব চলচ্চিত্ৰ অঙ্গনে নিজেদের প্ৰতিভার স্বাক্ষর রেখেছেন। বিশিষ্ট অভিনেতা আদিল হুসেন এবং চলচ্চিত্ৰ পরিচালক রীমা দাসের প্ৰসঙ্গ উত্থাপন করে সোনোয়াল বলেন,এই উৎসব তরুণ চিত্ৰ নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্ৰের অঙ্গনে পাল্লা দিতে সাহা্য্য করবে।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ ভাবে আলোকপাত করার কথা উল্লেখ করেন সোনোয়াল। তিনি প্ৰখ্যাত চলচ্চিত্ৰ নির্মাতা মধুর ভাণ্ডারকরকে অসমের প্ৰকৃতি,মানব সম্পদকে তুলে ধরতে এ রাজ্যে ছবির চিত্ৰগ্ৰহণের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পোলিশ ছবি ও থিয়েটারের বিশিষ্ট পরিচালক ক্লিজস্টফ জানুসি মুখ্য অতিথি হিসেবে ইভেণ্টে উপস্থিত থেকে তাঁর ভাষণে বলেন,চলচ্চিত্ৰ আজ এক নতুন উচ্চতায় উঠে এসেছে। তিনি বলেন,বিশ্বের সব প্ৰান্তের ছবিগুলো জন সমক্ষে তুলে ধরার জন্য উৎসব হচ্ছে একটা শক্তিশালী চালিকা শক্তি। উৎসব ছাড়া বাণিজ্যিক ভিত্তিতে সমস্ত ভাল ছবি স্থানীয় মানুষের সামনে তুলে ধরা সম্ভব নয়। গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসব(জিআইএফএফ)আয়োজনে রাজ্য সরকারের পদক্ষেপের প্ৰশংসা করেন তিনি।

রাজ্যের সাংস্কৃতিক দপ্তরের প্ৰতিমন্ত্ৰী নবকুমার দোলে,দক্ষিণ কোরিয়ার রাষ্ট্ৰদূত সিন কিল,তাইওয়ানের রাষ্ট্ৰদূত তিয়েন চাং কোয়াং,হাঙ্গেরির রাষ্ট্ৰদূত গিউলা পেথো,ত্ৰিনিদাদের হাইকমিশনার এবং টোবাগো স্টেসে কারেন হিন্ডস,বিশিষ্ট চলচ্চিত্ৰ নির্মাতা মধুর ভাণ্ডারকর এবং অভিনেতা আদিল হুসেন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন।

এদিকে ইরানিয়ান ছবি ‘চারকোল’ দিয়ে বৃহস্পতিবার গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের তৃতীয় সংস্করণ শুরু হয় এখানে। চলচ্চিত্ৰ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন পোলিশ ছবি নির্মাতা ক্নিজটফ জানুসি। জ্যোতি চিত্ৰবনের চেয়ারপার্সন পবিত্ৰ মার্ঘেরিটা দ্য সেন্টিনেলকে বলেন,ভারত এবং বিদেশের প্ৰায় ৬ হাজার চলচ্চিত্ৰ প্ৰেমী উৎসবে প্ৰতিনিধি হিসেবে নাম নথিভুক্ত করেছেন। জিআইএফএফ-এর এই সংস্করণ পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে বলে তিনি আশা প্ৰকাশ করেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two extremists gunned down by security forces under Soraibil BOP in Gossaigaon

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com