ধনশিরি নদীর ব্যাপক ভাঙনের কবলে গোলাঘাট জেলার সরুপথার

ধনশিরি নদীর ব্যাপক ভাঙনের কবলে গোলাঘাট জেলার সরুপথার

সরুপথারঃ গোলাঘাট জেলার ধনশিরি মহকুমার বিভিন্ন এলাকা ধনশিরি ও তার শাখা নদীগুলোর ব্যাপক ভাঙনের মুখে পড়েছে। চলতি বছরে বর্ষার মরশুম শুরু হবার পর থেকে এই মহকুমায় ধনশিরির বন্যা ও ভাঙন রীতিমতো হুমকির সৃষ্টি করে। চুঙাজান,নাওজান,কৈরিগাঁও এবং দেওপানি পারঘাট সহ মহকুমার বিভিন্ন স্থানে নদীর ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত কয়েক দিনে ধনশিরি মহকুমায় নদীর করাল ভাঙনে বহু বিঘা জমি,ঘর বাড়ি,গাছপালা ইত্যাদি ইতিমধ্যেই নদীর বুকে তলিয়ে গেছে।

এদিকে, প্ৰাপ্ত রিপোর্ট মতে,জল সম্পদ বিভাগ মহকুমায় ধনশিরি নদীর বাঁধ এখনও নির্মাণ করেনি। গোলাঘাট জেলার সরুপথার এলাকায় ধনশিরির ভাঙন রুদ্ৰ রূপ ধারণ করেছে। অনুরূপভাবে চুঙাজান,নাওজান এবং দেওপানি পারঘাটের গ্ৰামগুলি ধনশিরির নদীর ভাঙনের জন্য গুরুতর হুমকির মুখে রয়েছে। মহকুমার কয়েকশো বিঘা কৃষি জমি ইতিমধ্যেই ধনশিরির বুকে মিশে গেছে। অক্টোবরের শেষাশেষি প্ৰচণ্ড বৃষ্টিপাতের জন্য নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দেয়। মহকুমার অন্যান্য বেশকটি নদীর জলপৃষ্ঠ এখনও বিপদ সঙ্কেতের ওপরে রয়েছে। সাম্প্ৰতিক বৃষ্টি ও নদীর কূল ছাপানো জলে ভাসিয়ে দেয় মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। অবিশ্ৰান্ত বৃষ্টিপাতের জন্য ধনশিরি মহকুমার কোথাও কোথাও কৃত্ৰিম বন্যার সৃষ্টি হয়। ধনশিরি মহকুমার বন্যাপীড়িতরা অভিযোগ করেছেন,জল সম্পদ বিভাগ ধনশিরির ভাঙন ও বন্যা প্ৰতিরোধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। রাজ্যের জল সম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত মহকুমার বন্যা ও ভাঙনপীড়িত মানুষের দুর্দশা দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্ৰস্তরা। বন্যা দুর্গতরা তাদের দুর্দশা সম্পর্জে বিভিন্ন বিভাগের কাছে আবেদন নিবেদন করেও কোনও ছাড়া পাননি। এই অভি্যোগ বন্যাপীড়িতদের। মহকুমার বন্যা ও ভাঙনপীড়িত লোকেরা বন্যার সময় তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অবিলম্বে নদীতে বাঁধ নির্মাণের ব্যবস্থা করতে জলসম্পদ মন্ত্ৰী মহন্তকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে আন্তঃ মন্ত্ৰিসভার একটি কেন্দ্ৰীয় দল(আইএমসিটি)গোলাঘাট জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শনে গোলাঘাটে এসেছেন। ডিআইপিআরও,গোলাঘাট-এর জানানো মতে,ভারত সরকারের উচ্চ পর্যায়ের এই কেন্দ্ৰীয় দলটি গোলাঘাট জেলায় বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখবে। কেন্দ্ৰীয় এই দলটিতে থাকছেন ব্ৰিগোডিয়ার অজয় গাংওয়ার,আন্ডার সেক্ৰেটারি এসবি তিওয়ারি,এগ্ৰিকালচার,কো-অপারেশন অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার-এর জয়েন্ট ডিরেক্টর জিন্টু দাস এবং প্ৰটোকল অফিসার ফর দ্য টিম,(প্ৰোজেক্ট অফিসার এএসডিএমএ)কৃপালজ্যোতি মজুমদার। দলটি শুক্ৰবার ধনশিরি মহকুমার বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করার কথা। ক্ষতিগ্ৰস্ত অঞ্চলগুলি দেখার পর দলটি গোলাঘেটের জেলাশাসকের সঙ্গে একপ্ৰস্থ বৈঠকেও মিলিত হবেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: India’s First PM Jawaharlal Nehru’s 130th Birth Anniversary observed

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com