সর্বশিক্ষা অভিযান,মরিগাঁও রিক্ৰুটমেন্ট ২০২০
সর্বশিক্ষা অভিযান,অসম মরিগাঁওয়ে সহকারী শিক্ষকের ৬টি খালি পদে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছে থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।
পদের নামঃ সহকারী শিক্ষক
পদের সংখ্যাঃ ০৬
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত প্ৰতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে কলা/বিজ্ঞান(ফিজিক্স-কেমেস্ট্ৰি)সেকেন্ডারি টেট কোয়ালিফায়েড প্ৰার্থী যাদের বিএড রয়েছে তারা অগ্ৰাধিকার পাবেন।
বেতনঃ ১৭,০০০ টাকা।
শেষ তারিখঃ ২৯-০২-২০২০
ঠিকানাঃ অসম সর্বশিক্ষা অভিযান,অফিস অফ দ্য ডিস্ট্ৰিক্ট মিশন কো-অর্ডিনেটর ডিস্ট্ৰিক্ট-মরিগাঁও,অসম
বিশেষ দ্ৰষ্টব্যঃ একজন প্ৰার্থী শুধু একটি মাত্ৰ পদে আবেদন করতে পারবেন। স্ট্যান্ডার্ড ফর্মে আবেদনপত্ৰ পূরণ করে তা প্ৰাসঙ্গিক নথিপত্ৰের সেলফ অ্যাটাস্টেড কপি/পাসপোর্ট সাইজের ফোটোগ্ৰাফ সহ ডিস্ট্ৰিক্ট মিশন কো-অর্ডিনেটর,এসএসএ,মরিগাঁওয়ে ২৯-০২-২০২০ তারিখ অথবা তার আগে অফিস চলাকালে পৌঁছতে হবে। ডাকযোগে পাঠানো আবেদনপত্ৰ পৌঁছতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। প্ৰাসঙ্গিক নথিপত্ৰ ছাড়া অসম্পূর্ণ আবেদন খারিজ করে দেওয়া হবে।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আইসিএআর-ন্যাশনাল রিসার্স সেন্টার অন পিগ,গুয়াহাটি রিক্ৰুটমেন্ট