মোদি,শাহর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কমিশনকে ৬ মে-র মধ্যে সিদ্ধান্ত নিতে বলল এসসি

মোদি,শাহর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কমিশনকে ৬ মে-র মধ্যে সিদ্ধান্ত নিতে বলল এসসি

নয়াদিল্লিঃ নির্বাচনী প্ৰচারে বিদ্বেষমূলক বক্তব্য রাখায় অথবা আচরণ বিধি লঙ্ঘন করা নিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে কংগ্ৰেসের আনা বাকি ৯টি অভিযোগ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সুপ্ৰিমকোর্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে।

এই মামলায় কংগ্ৰেসের পক্ষে প্ৰতিনিধিত্ব করছেন বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতকে বলেন,নির্বাচনী সংস্থার কাজকর্ম অত্যন্ত মন্থর।

‘আমরা তিন সপ্তাহ আগেই অভিযোগটি দাখিল করেছি। ওই অভিযোগ দাখিলের পর দুদফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কমিশন কোনও কার্যকরী ব্যবস্থা গ্ৰহণ করতে পারেনি। আমরা আশা করছি ভোট শেষ হবার আগে নির্বাচন কমিশন এব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে’-বলেন তিনি।

তবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দুটি অভিযোগের ক্ষেত্ৰে প্ৰধানমন্ত্ৰী মোদিকে ক্লিনচিট দিয়েছে কমিশন। মোদিও শাহর বিরুদ্ধে বাকি ৯টি অভিযোগ নিয়ে আগামি ৬ মে-র মধ্যে সিদ্ধান্ত নিতে কমিশনকে সময় বেঁধে দিয়েছে কোর্ট। কারণ ওই দিন এই মামলাটি সুপ্ৰিমকোর্ট শুনানির জন্য গ্ৰহণ করবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com