অযোধ্যায় জমি বিবাদঃ মধ্যস্থতাকারীকে ১৫ আগস্ট পর্যন্ত সময় দিল সুপ্ৰিমকোর্ট

অযোধ্যায় জমি বিবাদঃ মধ্যস্থতাকারীকে ১৫ আগস্ট পর্যন্ত সময় দিল সুপ্ৰিমকোর্ট

নয়াদিল্লিঃ দীর্ঘ বছর ধরে চলা অযোধ্যার জমি বিবাদ সম্পর্কে সুপ্ৰিমকোর্ট আজ শুনানি গ্ৰহণ করে। অযোধ্যার জমি বিবাদের সমাধান সূত্ৰ খুঁজতে শীর্ষ আদালত মধ্যস্থতাকারীকে ১৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

সুপ্ৰিমকোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ শুনানিকালে বলেন,অযোধ্যা সম্পর্কে তাঁরা কোনও তথ্য প্ৰকাশ করবেন না। এটা সম্পূর্ণ গোপন রাখা হবে।

ওদিকে মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ান বলেন,তারা মধ্যস্থতাকারীকে সবক্ষেত্ৰে সহযোগিতা করবেন,যাতে করে অযোধ্যায় জমি বিবাদের অবসান ঘটে।

কোর্টের নির্দেশ মর্মে মধ্যস্থতাকারী ফৈজাবাদ থেকে তাদের কাজ শুরু করেছে। শুনানি পর্বে হিন্দু ও মুসলিম দুটো সংগঠনকে মধ্যস্থতাকারীকে গ্ৰহণ করা পদক্ষেপগুলো গোপন রাখার নির্দেশ দিয়েছে কোর্ট।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com