ডিটেনশন ক্যাম্পে থাকা ঘোষিত বিদেশিদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার রায় এসসি-র

ডিটেনশন ক্যাম্পে থাকা ঘোষিত বিদেশিদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার রায় এসসি-র

নয়াদিল্লিঃ ট্ৰাইবুনাল কর্তৃক বিদেশি ঘোষিত যে সব ব্যক্তিরা তিন বছরেরও বেশি সময় ধরে অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দি রয়েছেন তাদের মুক্তি দেওয়া যেতে পারে। সুপ্ৰিমকোর্ট শুক্ৰবার একথা বলেছে।

সুপ্ৰিমকোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে,ডিটেনশন ক্যাম্পে থাকা ঘোষিত বিদেশিদের মুক্তি দেওয়া যেতে পারে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে।

এব্যাপারে শর্ত বেঁধে দিয়ে কোর্ট বলেছে,বিদেশি ঘোষিতদের মুক্তির স্বাদ পেতে হলে একলক্ষ টাকার আমানত জমা দিতে হবে। সেই সঙ্গে প্ৰয়োজন হবে দুজন জামিনদারের। তবে একলক্ষ টাকার বণ্ডই মূল কথা। আদালতের বেঁধে দেওয়া শর্ত অনু্যায়ী তিন বছরের বেশি সময় ডিটেনশন ক্যাম্পে আবদ্ধ বন্দিরা ১ লক্ষ টাকা আমানতের বিনিময়ে মুক্তি পেতে পারেন। বেঞ্চের অন্যান্য শর্তগুলো হচ্ছে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেতে ইচ্ছুক এমন সব ব্যক্তিদের দশ আঙুলের ছাপ,ফোটো সহ বায়ো-মেট্ৰিক তথ্য সংগ্ৰহ এবং মুক্তির পর কোথায় থাকবেন তার ঠিকানা এবং প্ৰতি সপ্তাহে নির্দিষ্ট থানায় গিয়ে হাজিরা দেওয়া এবং ঠিকানা পাল্টালে তা জানানো ইত্যাদি। তবে আসল শর্ত হচ্ছে এক লক্ষ টাকার জামিন। এই শর্তগুলি লঙ্ঘিত হলে ঘোষিত বিদেশিদের ফের আটক করে ফরেনার্স ট্ৰাইবুনালে হাজিরা করানো হবে।

অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকা লোকেদের অবস্থা সম্পর্কে এক আবেদনের শুনানিকালে সর্বোচ্চ আদালত ওই রায় দেয়। বন্দি প্ৰত্যর্পণ নিয়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা সারতে রাজ্য সরকারকে আরও কিছুটা সময় দেওয়ার পক্ষে মত ব্যক্ত করেছে কোর্ট। এই ইস্যুটি নিয়ে আগামি জুলাই মাসে কোর্ট ফের শুনানি গ্ৰহণ করবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com