রাহুলের নাগরিকত্ব ইস্যু নিয়ে আগামি সপ্তাহে শুনানি সুপ্ৰিমকোর্টে

রাহুলের নাগরিকত্ব ইস্যু নিয়ে আগামি সপ্তাহে শুনানি সুপ্ৰিমকোর্টে

নয়াদিল্লিঃ কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্ৰান্ত প্ৰশ্নটি এবার সুপ্ৰিমকোর্টে পৌঁছলো। রাহুলের নাগরিকত্ব নিয়ে পেশ করা আবেদন সম্পর্কে বৃহস্পতিবার শীর্ষ আদালত আগামি সপ্তাহে শুনানি গ্ৰহণে সম্মত হয়েছে। দুজন ব্যক্তি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্ৰশ্ন তুলে আবেদনটি দাখিল করেন।

আবেদনকারীরা এব্যাপারে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰককে প্ৰয়োজনীয় নির্দেশিকা জারি করারও আর্জি জানিয়েছেন। লোকসভা নির্বাচনে রাহুল যাতে লড়তে না পারেন তার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিতেও তাঁরা আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতের কাছে। উভয় আবেদনকারী ভোটার তালিকা থেকেও রাহুলের নাম ছেঁটে ফেলারও অনুরোধ করেছেন। তাঁরা বলেছেন রাহুল গান্ধী স্বেচ্ছায় গ্ৰহণ করেছেন ব্ৰিটিশ নাগরিকত্ব।

এদিকে বিজেপি সাংসদ সুব্ৰহ্মনিয়ান স্বামী কংগ্ৰেস সভাপতি-র বিরুদ্ধে ব্ৰিটিশ নাগরিকের অভিযোগ আনার পর স্বরাষ্ট্ৰমন্ত্ৰক এক পক্ষকালের মধ্যে রাহুলকে তাঁর নাগরিকত্ব সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা তুলে ধরার জন্য নোটিশ ইস্যু করেছে। এরআগে এপ্ৰিলের গোড়াতে এই ইস্যুটি উত্থাপন করেছিল বিজেপি। তাতে রাহুল গান্ধীকে ব্ৰিটিশ নাগরিক বলে অভিযোগ করা হয়েছিল। ব্ৰিটেনের কোম্পানি ব্যাকওপস লিমিটেডের বিভিন্ন নথিতে রাহুল গান্ধী নিজেকে ব্ৰিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করার অভিযোগ করেছেন স্বামী। ২০০৩ সাল থেকে ব্ৰিটেনে নথিভুক্ত রয়েছে ওই কোম্পানির নাম। স্বামী আরও অভিযোগ করেছেন ২০০৫-এর ১০ অক্টোবর এবং ২০০৬-এর ৩১ অক্টোবর রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন থেকে এটা স্পষ্ট যে তাঁর জন্ম তারিখ ১৯৭০-এর ১৯ জুন এবং এতে নাগরিকত্ব ব্ৰিটিশ বলে উল্লেখ করেছেন রাহুল।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com