Begin typing your search above and press return to search.

এনআরসি প্ৰকাশের প্ৰাকলগ্নে মহানগরীতে ১৪৪ ধারা

এনআরসি প্ৰকাশের প্ৰাকলগ্নে মহানগরীতে ১৪৪ ধারা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Aug 2019 1:38 PM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের প্ৰাক মুহূর্তে মহানগরী গুয়াহাটিতে জারি করা হলো ১৪৪ ধারা। চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি প্ৰকাশে হাতে মাত্ৰ আর একটা দিন। ৩১ আগস্ট রাজ্যে প্ৰকাশ করা হবে চূড়ান্ত এনআরসি। নাগরিক পঞ্জির প্ৰকাশ ঘিরে যাতে কোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে তার জন্য গুয়াহাটিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এক বিশেষ সূত্ৰ অনু্যায়ী জেলার সেন্ট্ৰাল পুলিশের কমিশনার বিপুল দাস বলেন,৫ জনের বেশি লোকের একত্ৰ সমাবেশ,সভা,সমিতি,আন্দোলন ইত্যাদি রোখার লক্ষ্যেই ১৪৪ ধারা চাপানো হয়েছে শহরে।

এসম্পর্কে কারো কোনও অভি্যোগ থাকলে তা বিপুল দাসের কাছে লিখিতভাবে জানাতে পারবেন। একইসঙ্গে দাস আরও বলেছেন,কিছু সংগঠন ও একাংশ ব্যক্তি এনআরসি প্ৰকাশের সময় অপ্ৰীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে নিজের কার্যালয় অথবা অনত্ৰ যাতায়াত করতে পারেন সেটা সুনিশ্চিত করতেই চাপানো হয়েছে ১৪৪ ধারা।

রাজ্য সরকার ১৪টি স্পর্শকাতর জেলার পাশাপাশি এনআরসির রাজ্য সমন্বয়কের ভঙাগড় স্থিত মুখ্য কার্যালয়,জেলা মহকুমা শাসক ও রাজস্ব সার্কল কার্যালয় সহ ২৫০০টি এনআরসি সেবাকেন্দ্ৰের নিরাপত্তা জোরদার করে তুলেছে।

অন্যদিকে,অসম পুলিশ ও সিআরপিএফ বাহিনী রাজ্যের সব জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করেছে। ২০১৮ সালের ৩০ জুলাইয়ে প্ৰকাশিত এনআরসির সম্পূর্ণ তালিকা থেকে অধিকাংশ লোকের নাম বাদ পড়ায় ১৪টি স্পর্শকাতর জেলার নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করে তোলা হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি-র প্ৰকাশ ঘিরে ১৪টি স্পর্শকাতর জেলায় জোরদার নিরাপত্তা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: NRC hearing ahead of Final Publication creates sensation in Biswanath

Next Story
সংবাদ শিরোনাম