Begin typing your search above and press return to search.

চারা গাছের সঙ্গে সেলফি তুলে পরিবেশ রক্ষায় অভূতপূর্ব প্ৰচার মন্ত্ৰী প্ৰকাশ জাভড়েকারের

চারা গাছের সঙ্গে সেলফি তুলে পরিবেশ রক্ষায় অভূতপূর্ব প্ৰচার মন্ত্ৰী প্ৰকাশ জাভড়েকারের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Jun 2019 10:59 AM GMT

নয়াদিল্লিঃ বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্ৰীয় পরিবেশ মন্ত্ৰী প্ৰকাশ জাভড়েকার প্ৰকৃতির প্ৰতি মানুষের মনে ভালবাসা গড়ে তোলার লক্ষ্যে এক অভূতপূর্ব প্ৰচার অভিযানের সূচনা করেন। বিশ্ব পরিবেশ দিবসের কথা মাথায় রেখে জাভড়েকার এদিন গাছ লাগিয়ে তার সেলফি তুলে পরিবেশ বাঁচাতে প্ৰচার অভিযান চালান। প্ৰাক্তন ক্ৰিকেটার কপিল দেব এবং অভিনেতা জ্যাকি শ্ৰফ আজ সকালে এই প্ৰচার অভিযানে তাঁকে সঙ্গ দেন। প্ৰচার অভিযানের সূচনা করে জাভড়েকর দেশের জনগণকে গাছের চারার সঙ্গে সেলফি তুলে বিশ্ব পরিবেশ দিবস পালনের আহ্বান জানান।

এই নতুন প্ৰচার অভি্যানের অংশ হিসেবে একজন ব্যক্তি নিজের লাগানো চারা গাছের সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন ‘সেলফি উইথ স্যাপলিং’ হ্যাশট্যাগ ব্যবহার করে। এমনটা করা হলে দেশের মানুষ পরিবেশ ও প্ৰকৃতি রক্ষায় উৎসাহিত বোধ করবেন। বিশ্ব পরিবেশ দিবস পালনের পাশাপাশি পরিবেশ বাঁচাতে এটাই হবে সবচেয়ে প্ৰশংসনীয় উদ্যোগ।

মোদি সরকারের এধরনের প্ৰয়াস নতুন কিছু নয়। এরআগের কার্যকালেও প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি কন্যা সন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ শ্লোগান দিয়েছিলেন। ওই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে বহু মানুষ তার কন্যা সন্তানকে নিয়ে ছবি আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

Next Story
সংবাদ শিরোনাম