বরিষ্ঠ কংগ্ৰেস নেতা মণিকুমার সুব্বা প্ৰয়াত

বরিষ্ঠ কংগ্ৰেস নেতা মণিকুমার সুব্বা প্ৰয়াত
Published on

তেজপুরঃ প্ৰবীণ কংগ্ৰেস নেতা এবং তেজপুর কেন্দ্ৰের তিনবারের প্ৰাক্তন সাংসদ মণিকুমার সুব্বা সোমবার সকালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১। নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। সুব্বা সারা অসম গোর্খা সম্মেলন এবং নিখিল অসম ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

বেশকিছু দিন আগে পক্ষাঘাতে আক্ৰান্ত হয়ে অথর্ব হয়ে পড়েছিলেন। তাই নয়াদিল্লিতে তাঁর চিকিৎসা চলছিল। প্ৰাক্তন সাংসদ সুব্বা ২০১৪ সাল থেকে হৃদরোগেও ভুগছিলেন। ১৯৯৮ থেকে ২০০৯ সাল অবধি দ্বাদশ,ত্ৰয়োদশ ও চতুর্দশ লোকসভায় তিনি মর্যাদাসম্পন্ন তেজপুর কেন্দ্ৰের হয়ে প্ৰতিনিধিত্ব করেছিলেন।

লখিমপুর লোকসভা কেন্দ্ৰের অন্তর্গত নাওবৈসা বিধানসভা কেন্দ্ৰের বিধায়ক পদও অলঙ্কৃত করেছেন সুব্বা। ১৯৫৮ সালের ১৬ মার্চ তাঁর জন্ম হয় পশ্চিমবঙ্গের দার্জিলিঙে। মৃত্যুকালে সুব্বা রেখে গেছেন স্ত্ৰী,এক পুত্ৰ ও তিন কন্যাকে।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল প্ৰাক্তন সাংসদের মৃত্যুতে দুঃখ প্ৰকাশ করেছেন। এক শোকবার্তায় মুখ্যমন্ত্ৰী বলেন,সুব্বা ছিলেন মৃদুভাষী। মানুষের কল্যাণে তিনি কাজ করে গেছেন। মুখ্যমন্ত্ৰী সুব্বার শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com