Begin typing your search above and press return to search.

তিনটি সেদ্ধ ডিমের দাম দেখে চোখ কপালে শেখরের

তিনটি সেদ্ধ ডিমের দাম দেখে চোখ কপালে শেখরের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Nov 2019 12:00 PM GMT

তিনটি সেদ্ধ ডিমের দাম দেখে চোখ কপালে উঠলো শেখরের। আর এতে আশ্চর্য হবারই কথা। সংগীত পরিচালক তথা সংগীতকার শেখর রিজওয়ানি সবারই পরিচিত নাম। বিশাল শেখর নামে জনপ্ৰিয় সংগীতকার জুটির একজন হলেন শেখর রিজিওয়ানি। বৃহস্পতিবার একটি হোটেলের বিলে তিনটি সেদ্ধ ডিমের দাম দেখে থমকে ওঠেন শেখর। বিলাসী হোটেলগুলোতে কম স্বাদের খাদ্যের দরও যে মাত্ৰাধিক হয় তেমন ঘটনা প্ৰায়ই প্ৰকাশ্যে আসতে দেখা যায়। আর এমনিতেই বিলাসী হোটেলগুলোতে খাদ্য সামগ্ৰীর দাম অনেক বেশি। সামান্য খাবারের জন্য প্ৰচুর টাকা গুনতে হয় বিলাসী হোটেলগুলোতে। বৃহস্পতিবার শেখর বিলাসী হোটেলে তিনটি সেদ্ধ ডিনের বিল দেখে আশ্চর্যান্বিত হয়ে পড়েন। ওই বিল দেখলে আপনিও স্তম্ভিত হয়ে পড়বেন। শেখর একটা পাঁচ তারা বিলাসী হোটেলে তিনটি সেদ্ধ ডিমের অর্ডার দিয়েছিলেন। তাঁকে ওই ডিম বাবদ বিল দেওয়া হয় ১৬৭২ টাকা।

https://twitter.com/ShekharRavjiani/status/1194982095728205824

শেখর ওই বিলের ফোটো নিজের সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্টে প্ৰচার করেছেন। বিলে দেখা যাচ্ছে তিনটি বয়েল ডিম বাবদ বিল ধরা হয়েছে ১৩৫০ টাকা এবং টেক্স সহ মোট বিলের অঙ্ক দাঁড়িয়েছে ১৬৭২ টাকা। সাধারণ মানুষ এই দাম দেখলাই মাথায় হাত দেবেন। শেখর সোশিয়াল মিডিয়া যোগে প্ৰচার করা ওই ফোটোতে লিখেছেন ’তিনটি সেদ্ধ ডিমের জন্য ১৬৭২ টাকা? এটা একটু বেশি ব্যয়বহুল নয় কি? বিলাসী হোটেলের এমন চড়া দর হাঁকানো নতুন কথা নয়। এরআগেও এমন ধরনের কিছু ঘটনা ঘটেঁছে যে যার দাম শুনলে যে কেউই হতভম্ব হয়ে পড়বেন।

কিছুদিন আগে অভিনেতা রাহুল বোস একটি বিলাসী হোটেলের বিলের ফোটো শেয়ার করেছিলেন। যেখানে দুটো কলার জন্য তাঁকে বিল ধরিয়ে দেওয়া হয়েছিল ৪৪২ টাকা। এরপর অবশ্য ওই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছিল। সোশিয়েল মিডিয়ার এই ফোটোর ওপর অনেকেই নিজের প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গণিতশাস্ত্ৰবিদ বশিষ্ঠ নারায়ণ সিং প্ৰয়াত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: India’s First PM Jawaharlal Nehru’s 130th Birth Anniversary observed

Next Story
সংবাদ শিরোনাম