মহানগরীর আবর্জনা নিষ্কাশনের জায়গা বরাগাঁও থেকে চন্দ্ৰপুরে স্থানান্তর হচ্ছে

মহানগরীর আবর্জনা নিষ্কাশনের জায়গা বরাগাঁও থেকে চন্দ্ৰপুরে স্থানান্তর হচ্ছে

গুয়াহাটিঃ নতুন দিল্লিস্থ ন্যাশনাল গ্ৰিন ট্ৰাইবুনাল(এনজিটি)গুয়াহাটি পুর নিগমকে দীপর বিলের কাছে পশ্চিম বরাগাঁওয়ে থাকা আবর্জনা ফেলার স্থান আগামি জুনের মধ্যে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।

ট্ৰাইবুনাল বলেছে,সম্প্ৰতি এই নির্দেশটি ইস্যু করা হয়েছে। এই ইস্যু নিয়ে শুনানিকালে পুর সংস্থাটি ট্ৰাইবুনালকে বলেছে,দীপর বিলের কাছে থাকা বন এলাকা থেকে আবর্জনা ফেলার স্থান চন্দ্ৰপুরে স্থানান্তরের ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ট্ৰাইবুনাল গুয়াহাটির আবর্জনা নতুন জায়গায় ফেলার জন্য সময়ও ধার্য করে দিয়েছে।

ট্ৰাইবুনাল বলেছে,পুর নিগম যেহেতু আবর্জনা নিষ্কাশনের নতুন স্থান ঠিক করেছে সেইহেতু নিগমের উচিত দুমাসের মধ্যেই দীপর বিলের বনভূমি থেকে সরিয়ে আবর্জনা ফেলার স্থান প্ৰস্তাবিত নতুন জায়গায় স্থানান্তর করা উচিত। পশ্চিম বরাগাঁও থেকে আবর্জনা ফেলার জায়গা চন্দ্ৰপুরে স্থানান্তর করার পদক্ষেপ গ্ৰহণ সম্পর্কে একটি হলফনামা পেশ করতেও পুর নিগমকে বলেছে ট্ৰাইবুনাল।

এনজিটি এরআগে গত ২৬ ফেব্ৰুয়ারি এক নির্দেশে বলেছিল,রাজ্য সরকার যদি সাইট সিলেকশন কমিটির পরবর্তী বৈঠকে আবর্জনা নিষ্কাশনে বিকল্প কোনও স্থান খুঁজে না পায় তাহলে বরাগাঁওয়ে আবর্জনা ফেলার স্থানটি বন্ধ করে দেওয়া হবে এবং সেইসঙ্গে চাপানো হবে জরিমানাও। অসম দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ড(পিসিবিএ)সহ বিধিবদ্ধ সংস্থাগুলি বিজ্ঞানসম্মত উপায়ে বরাগাঁওয়ে আবর্জনা নিষ্কাশনের অনুমতি দিয়েছিল। কিন্তু ওখানে আগুন দিয়ে আবর্জনা নষ্ট করে ফেলার পদ্ধতি স্বাস্থ্যের পক্ষে প্ৰচণ্ড ক্ষতিকারক হয়ে দাঁড়ায়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com