Begin typing your search above and press return to search.

অতুল বরার বাড়ি ঘেরাও এসএমএসএস-এর,আটক ৫

অতুল বরার বাড়ি ঘেরাও এসএমএসএস-এর,আটক ৫

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Dec 2019 8:44 AM GMT

গোলাঘাটঃ ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির(এসএমএসএস)গোলাঘাট জেলা ইউনিট নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)বিরুদ্ধে রবিবার কৃষিমন্ত্ৰী তথা অগপ সভাপতি অতুল বরার বাড়ি ঘেরাও করে।

কৃষিমন্ত্ৰী বরা রবিবার গোলাঘাট শহরের বেঙনাখোয়ায় নিজের বাড়িতে এসেছিলেন। বরা যখন গোলাঘাটে অগপ-র কার্যালয়ে এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন,ওই সময়ে ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির ৩০০-র বেশি কর্মী,সমর্থক কৃষিমন্ত্ৰীর বাড়ি ঘেরাও করে। প্ৰতিবাদকারীরা বরার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। বিতর্কিত(ক্যাব)বিলটি সমর্থন করার জন্য বরার নিন্দা করে তারা। এই প্ৰতিবাদ চলার সময় বরার সঙ্গে যাওয়া অগপ কর্মীদের একটি দল প্ৰতিবাদকারীদের ওপর হামলা চালায়। তবে গোলাঘাট পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্ৰণ করে। পুলিশ ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির পাঁচজন সদস্যকে আটক করেছে। আটক এসএমএসএস-এর সদস্যদের মধ্যে সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকিয়া,জেলা সভাপতি এবং সম্পাদক ক্ৰমে সত্যব্ৰত শইকিয়া ও রূপম গগৈও রয়েছেন।

শিবসাগরে আসুর প্ৰতিবাদঃ কেন্দ্ৰীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সোমবার লোকসভায় উত্থাপনের প্ৰস্তাব রাখার বিরুদ্ধে শিবসাগরে সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)প্ৰতিবাদ অব্যাহত রয়েছে। আসুর সদস্যরা কেন্দ্ৰে ক্যাব উত্থাপনের প্ৰতিবাদে পথে নেমে আসেন।

আসুর ব্যানারে বিভিন্ন সংগঠন,সাংবাদিক,বুদ্ধিজীবী ও ছাত্ৰরা ক্যাবের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় এক বিশাল মশাল মিছিল বের করে এখানে। এই রেলির নেতৃত্ব দেন আসুর শিক্ষা সম্পাদক শরৎ হাজরিকা। আসুর শিবসাগর জেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ ফুকন এবং অন্যান্য নেতারাও এতে যোগ দেন।

অন্যদিকে,দুজন যুবক জেলাশাসকের কার্যালয়ের সামনে ড.বি আর আম্বেদকরের প্ৰতিমূর্তির সামনে ক্যাবের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন শনিবার। জিন্টু মেচ এবং জুবু খান নিঃশর্তে ক্যাব প্ৰত্যাহারের দাবিতে শনিবার বেলা ১১টা থেকে অনশন শুরু করেন। ওদিকে বৃহত্তর অসমিয়া যুব মঞ্চের শিবসাগর জেলা কমিটি শিবসাগর শহরের দৌলমুখ চারালিতে ‘রণধ্বনি’ আয়োজন করে ক্যাবের বিরুদ্ধে প্ৰতিবাদ জানায়। যুব মঞ্চের জেলা কমিটির সভাপতি যাদব গগৈ এবং শিবসাগর শহর কমিটির সভাপতি বিষ্ণু শইকিয়া এবং সম্পাদক প্ৰশান্ত বরগোঁহাই এতে নেতৃত্ব দেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিতৰ্কিত কেবৰ বিৰুদ্ধে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ, আছুৰ জোঁৰ সমদল

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Normal life paralyzed in Tinsukia after 48 hr bandh called by Moran Students’ Union

Next Story