মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের নির্দেশে ওড়িশা থেকে অসমের পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে

মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের নির্দেশে ওড়িশা থেকে অসমের পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে
Published on

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ঘূর্ণিঝড় ফেনির আক্ৰমণে ওড়িশায় আটকে পড়া অসমের পর্যটকদের অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে রাজস্ব এবং দুর্যোগ প্ৰশমন বিভাগের শীর্ষ আধিকারিককে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্ৰী ওড়িশায় আটকে পড়া অসমের এই সব লোকেদের ফিরিয়ে আনার নির্দেশ দেন সোমবার।

মুখ্যমন্ত্ৰীর নির্দেশ মেনে দুর্যোগ প্ৰশমন বিভাগ অসমের এই সব তীর্থযাত্ৰীরদের তড়িঘড়ি ফিরিয়ে আনার পদক্ষেপ গ্ৰহণ করে। ৩২ জন তীর্থযাত্ৰী সোমবারই সন্ধ্যায় অসমে ফিরে এসেছেন। এরআগে ওড়িশা থেকে অসমের ৩৪ জন পর্যটককে ফিরিয়ে আনা হয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com