কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের হাইল্যান্ড পরিদর্শনে সোনোয়াল

কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের হাইল্যান্ড পরিদর্শনে সোনোয়াল

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের হাইল্যান্ডগুলো পরিদর্শন করলেন। উপর্যুপরি বন্যার কবল থেকে বন্য জীবজন্তুদের বাঁচাতেই এই হাইল্যান্ডগুলি নির্মাণ করা হয়েছে। উদ্যানের অগরাতলি রেঞ্জে গিয়ে হাইল্যান্ডগুলি পরিদর্শন করেন সোনোয়াল। বন্যার সময় উদ্যানের জীবজন্তুদের নিরাপদ আশ্ৰয় ও প্ৰচুর পরিমাণে খাদ্যের ব্যবস্থা সুনিশ্চিত করতে বন বিভাগকে নির্দেশ দেন তিনি। বন্যার সময় আহত জীবজন্তুদের চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলেন মুখ্যমন্ত্ৰী। এখানে উল্লেখ করা যেতে পারে যে,বন বিভাগ কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে ইতিমধ্যেই ৩৩টি হাইল্যান্ড নির্মাণ করেছে। এরমধ্যে অগরাতলি রেঞ্জে ১০টি হাইল্যান্ড নির্মাণ করা হয়েছে। এই প্ৰথম অগরাতলি রেঞ্জ পরিদর্শন করে সোনোয়াল বন্যার সময় বন্য জীবজন্তুগুলিকে যাতে বন্যাক্লিষ্ট এলাকায় নিরাপত্তাহীনতায় কাটাতে না হয় তার জন্য সেগুলিকে হাইল্যান্ডে আশ্ৰয় দেওয়ার ব্যবস্থা করতে বনবিভাগকে নির্দেশ দেন তিনি। বন বিভাগকে জীবজন্তুর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত করে রাখতে বলেন। উদ্যান কর্তৃপক্ষকে পর্যটকদের জন্য পর্যাপ্ত সু্যোগ সুবিধার পাশাপাশি অগরাতলি রেঞ্জের পথঘাট সারানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্ৰী। পর্যটকদের জন্য ১.২ কিলোমিটার দীর্ঘ সোহোলা বিলটিকে আকর্ষণীয় রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দেন উদ্যান কর্তৃপক্ষকে।

হাইল্যান্ড পরিদর্শনের পর উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন সোনোয়াল।

পর্যটকদের মন ভরাতে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলা সম্পর্কে বন বিভাগ ও স্থানীয় প্ৰশাসনের সঙ্গে আলোচনা হয় বৈঠকে। কহরা,বাগরি রেঞ্জকেও দেশি ও বিদেশি পর্যটকদের নজরে আকর্ষণীয় করে তুলতেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্ৰী। এই সফরকালে মুখ্যমন্ত্ৰীর সঙ্গ দেন কৃষিমন্ত্ৰী অতুল বরা,অসম রাজ্য সংখ্যালঘু কল্যাণ বোর্ডের চেয়ারম্যান মোমিনুল আওয়াল,বন বিভাগের বরিষ্ঠ কর্মকর্তা এবং উদ্যান কর্তৃপক্ষ ও স্থানীয় প্ৰশাসনের আধিকারিকরা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com