গুয়াহাটি-ঢাকার মধ্যে ১ জুলাই থেকে স্পাইসজেটের বিমান উড়বে

গুয়াহাটি-ঢাকার মধ্যে ১ জুলাই থেকে স্পাইসজেটের বিমান উড়বে
Published on

আগরতলাঃ স্পাইস জেট আগামি ১ জুলাই থেকে গুয়াহাটি-ঢাকার মধ্যে বিমান সেবা চালু করছে। এয়ারলাইনের একজন মুখপাত্ৰ একথা জানান। রাজ্য এবং আন্তর্জাতিক কিছু অভীষ্ট লক্ষ্যের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে গুয়াহাটি-ঢাকা-গুয়াহাটির মধ্যে বিমান উড়ান শুরু হবে ১ জুলাই থেকে। স্পাইসজেটের একজন মুখপাত্ৰ সোমবার জানিয়েছেন একথা।

স্পাইসজেট বর্তমানে ভারতের ২২টি শহরে প্ৰতিদিন ৪৩টি বিমান চালাচ্ছে। ন্যাশনাল কানেকটিভিটি স্কিমের অধীনে ভারতীয় এয়ারলাইনের মধ্যে স্পাইসজেটই সর্বোচ্চ সংখ্যক বিমান অপারেট করছে। স্পাইসজেটের এক বিবৃতিতে বলা হয়েছে,ত্ৰিপুরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আগরতলা ও ঢাকা ছাড়াও বাংলাদেশের অন্যান্য শহরের সঙ্গে সরাসরি বিমান সেবা চালু করার দাবি জানিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com