ডিটেনশন ক্যাম্পের অবস্থা খতিয়ে দেখতে পর্যালোচনা কমিটি গড়লো সরকার

ডিটেনশন ক্যাম্পের অবস্থা খতিয়ে দেখতে পর্যালোচনা কমিটি গড়লো সরকার

গুয়াহাটিঃ রাজ্যের ছটি ডিটেনশন ক্যাম্পে থাকা বন্দিদের স্বাস্থ্য এবং অন্যান্য অবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করেছে। পুলিশের সীমান্ত শাখার ডিআইজি ডি মুখার্জির নেতৃত্ব গঠন করা হয়েছে এই কমিটি। চলতি বছরের ১১ অক্টোবর মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং সারা অসম বাঙালি যুব ফেডারেশনের নেতাদের মধ্যে এক বৈঠকে এই কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফরেনার্স ট্ৰাইবুনাল(এফটি)কর্তৃক বিদেশি ঘোষিত ঢেকিয়াজুলির দুলাল চন্দ্ৰ পালের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে(জিএমসিএইচ)মৃত্যু হওয়ায় এই পরিস্থিতির উদ্ভব হয়। এই ঘটনার পরই জিএমসিএইচ এই কমিটি গড়ার জন্য সরকারকে বলেছিল। দুলাল পালের মৃত্যুর পর তাঁর পরিবার প্ৰথম দিকে মৃতদেহ সমঝে নিতে অস্বীকার করেছিলেন। এই অচলাবস্থা চলে টানা প্ৰায় দশদিন। এধরনের কমিটি গড়া যে একান্ত প্ৰয়োজন,দুলাল পালের মৃত্যুর অধ্যায় থেকে পাওয়া অভিজ্ঞতার দৌলতে রাজ্য সরকার তা অনুভব করে। রাজ্যে ছটি ডিটেনশন ক্যাম্পে বর্তমানে প্ৰায় ৯০০ জন বন্দি রয়েছেন। এই সমস্ত বন্দিরা যে সব ক্যাম্পে রয়েছেন সেগুলির অবস্থা খতিয়ে দেখা,বন্দিদের স্বাস্থ্য,খাওয়া খাদ্য,তাদের শিশুদের শিক্ষার সু্যোগ সুবিধা ও আইনি সাহা্য্য দান ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে বিশেষ পর্যালোচনা কমিটি। ডিটেনশন ক্যাম্পের যাবতীয় অবস্থা খতিয়ে দেখে তিন মাসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। প্ৰয়োজন হলে বিশেষ পর্যালোচনা কমিটি ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকা ব্যক্তি ও তাদের শিশুদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া প্ৰয়োজন তাও সুপারিশ করবে। উচ্চ স্তরীয় একটি সূত্ৰের মতে,যে সমস্ত জেলায় ডিটেনশন ক্যাম্প রয়েছে সেগুলির প্ৰত্যেকটিতে বন্দিদের স্বাস্থ্যের অবস্থা নিয়মিতভাবে খতিয়ে দেখার জন্য জয়েন্ট হেলথ ডিরেক্টর একটি জেলা মেডিক্যাল বোর্ড গঠন করবেন। বন্দিদের উন্নত চিকিৎসার প্ৰয়োজন দেখা দিলে বোর্ড সে ব্যাপারে ব্যবস্থা গ্ৰহণের সুপারিশ করবে।

সূত্ৰটির মতে,কোনও বন্দি যদি ন্যায় বিচার চেয়ে হাইকোর্ট অথবা সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হতে চান,সেক্ষেত্ৰেও রাজ্য সরকার তাদের আইনি সাহা্য্য দেবে। বন্দি অভিভাবকের সঙ্গে যদি কোনও শিশু থাকে এবং তারা উপযুক্ত শিক্ষা ব্যবস্থার সু্যোগ সুবিধা পাচ্ছে কিনা বোর্ড তাও দেখবে-বলেছে সূত্ৰটি।

অসমে বড় সমস্যাটা হলো ছটি ডিটেনশন ক্যাম্পই জেলা কারাগারের সংলগ্ন রয়েছে। তাই রাজ্য সরকার এখন রাজ্যে ১১টি পৃথক ডিটেনশন ক্যাম্প স্থাপনের একটি প্ৰকল্প হাতে নিয়েছে। এগুলোর মধ্যে গোয়ালপাড়া জেলার মাটিয়া ক্যাম্পটি প্ৰায় সম্পূর্ণ হবার পথে। এই ক্যাম্পে সমস্ত সুবিধা সহ ৩ হাজার বন্দি রাখা যাবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইজি কারাগার,বিচার(অবসরপ্ৰাপ্ত)হরদীপ সিং এবং সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকরা তাদের কার্যালয় থেকে একজন করে প্ৰতিনিধিকে ডেপুট করবেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ‘আমরা মরবো কিন্তু জমি দেবো না’: আসু

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | ‘Gandhi Sankalp Yatra’ held in Orang

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com