স্টেট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

স্টেট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

স্টেট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

রাজ্য পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন,অসমে ডাটা এন্ট্ৰি অপারেটর পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য মোবাইন নন্বর,ই-মেইল আইডি এবং শিক্ষাগত যোগ্যতার সেলফ অ্যা্টাস্টেড কপি/অভিজ্ঞতার প্ৰমাণপত্ৰ,সম্প্ৰতি তোলা পাসপোর্ট সাইজের দুটো ফোটোগ্ৰাফ সমেত সম্পূর্ণ বায়োডাটার সঙ্গে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ ডাটা এন্ট্ৰি অপারেটর

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনও বিভাগে স্নাতক সেইসঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা। অসমিয়া ও ইংরেজি উভয় ভাষায় কম্পিউটারে ডাটা এন্ট্ৰির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ ১৮ থেকে সর্বাধিক ৩৮ বছর

বেতনঃ ১০০০০ টাকা প্ৰতিমাসে

শেষ তারিখঃ বৃহস্পতিবার সংবাদপত্ৰে এই বিজ্ঞাপন প্ৰকাশের ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে।

নোটঃ প্ৰার্থীদের দাখিল করা নথিপত্ৰের বিশ্বাস যোগ্যতার ভিত্তিতে প্ৰার্থী তালিকা বাছাই করা হবে। একমাত্ৰ বাছাই করা প্ৰার্থীদেরই ব্যক্তিগত সাক্ষাৎকার ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।

ঠিকানাঃ স্টেট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন,এইচ নং ৯৫(নিচের তলা)ড.বিকে কাকতি রোড,আসাম উলুবাড়ি,গুয়াহাটি-০৭

Details: Click here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com