Begin typing your search above and press return to search.

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এ নিয়োগ,২০১৯

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এ নিয়োগ,২০১৯

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Dec 2019 2:05 PM GMT

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড,নিয়োগ ২০১৯

জিএটিই-২০১৯ এর মাধ্যমে এসএআইএল-এ ১৪২টি ম্যানেজমেন্ট ট্ৰেইনিস(টেকনিক্যাল) নিয়োগে ২০১৯-এর মে মাসে আমাদের যে বিজ্ঞাপন আগে ইস্যু করা হয়েছিল তার সঙ্গে সঙ্গতি রেখে সংশোধিত পদের সংখ্যা ৩৯৯টি করা হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলোঃ

১. পদের নামঃ ম্যানেজমেন্ট ট্ৰেইনিস

২. শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিঙের মেকানিক্যাল,মেটালুরজি,ইলেকট্ৰিক্যাল,কেমিক্যাল,ইন্সট্ৰুমেন্টেশন এবং মাইনিং বিভাগে ৬৫ শতাংশ মার্ক সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰি থাকতে হবে।

৩. বয়সঃ ২৮ বছর(সরকারি নিয়ম অনু্যায়ী সংরক্ষিত ক্যাটেগরির প্ৰার্থীদের জন্য বয়সে ছাড় থাকছে

৪. পদের সংখ্যাঃ ৩৯৯

৫. এসএআইএল এমটি(আইটি)২০১৯-এর জন্য অনলাইন রেজিস্ট্ৰেশন শুরু হয়েছে ২৫/১১/১৯ থেকে

৬. এসএআইএল এমটি(আইটি)২০১৯-এ অনলাইন রেজিস্ট্ৰেশন বন্ধের তারিখ ১৫/১২/১৯

যোগ্য এবং আগ্ৰহী যে সব প্ৰার্থী আগে আবেদন করেননি তারা কেবলমাত্ৰ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এসএআইএল-এর ক্যারিয়ার্স পেজ ওয়াবসাইট www.sail.co.in-এর মাধ্যমে নিচে উল্লেখ করা তারিখ অনু্যায়ী। আন্য কোনও ধরনের আবেদন গৃহীত হবে না।

অন্যান্য বিস্তারিত তথ্য ২০১৯-এর যে মাসে ইস্যু করা বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,যা একই থাকছে।

যে সব প্ৰার্থীরা ইতিমধ্যেই তাদের আবেদন রেজিস্ট্ৰার করেছেন তাদের ফের আবেদন করার প্ৰয়োজন নেই।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসম কৃষি বিশ্ববিদ্যালয়ত নিযুক্তি ২০১৯

Next Story
সংবাদ শিরোনাম