Begin typing your search above and press return to search.

সিএএ-র বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে গিয়ে প্ৰণব কন্যা শর্মিষ্ঠা সহ আটক ৫০ মহিলা কংগ্ৰেস কর্মী

সিএএ-র বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে গিয়ে প্ৰণব কন্যা শর্মিষ্ঠা সহ আটক ৫০ মহিলা কংগ্ৰেস কর্মী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Dec 2019 11:54 AM GMT

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)প্ৰতিবাদে শুক্ৰবার দিল্লি মহিলা কংগ্ৰেস স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ প্ৰদর্শন করে। এদিন এই ইস্যু নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর বাড়ির সামনে বিক্ষোভ প্ৰদর্শনের অভিযোগে কংগ্ৰেস নেত্ৰী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সহ দলের ৫০জন কর্মীকে পুলিশ আটক করে। মহিলা কংগ্ৰেস নেতৃত্ব অমিত শাহর সঙ্গে দেখা করার আর্জি জানানা। কিন্তু পুলিশ বারিকেড বসিয়ে মহিলা কংগ্ৰেসের বিক্ষোভ মিছিল আটকে দেয়। উল্লেখ্য,কেন্দ্ৰীয় সরকারের ওই আইনের প্ৰতিবাদে দেশজুড়েই ক্ষোভ ধূমায়িত হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল গত কিছুদিন ধরে দিল্লির পথে ওই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদে শামিল হচ্ছেন। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি,সিপিআই নেতা ডি রাজা,সিপিএম এর নীলোৎপল বসু এবং বৃন্দা কারাত বৃহস্পতিবার লালকেল্লার কাছে প্ৰতিবাদ মিছিলে অংশ নিয়ে আটক হয়েছিলেন।

কেন্দ্ৰের ওই আইনের বিরোধিতায় নেমে কংগ্ৰেস নেতা অজয় মাকেন,সন্দীপ দীক্ষিতকে আটক হতে হয় পুলিশের হাতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে শামিল হওয়ার অভিযোগে তাঁদের আটক করেছিল পুলিশ। কেন্দ্ৰের ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভের আগুন ছড়িয়েছে পশ্চিমবঙ্গ,বেঙ্গালুরু ও লখনৌয়েও। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদে নেমে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্ৰ গুহ।

শুক্ৰবার সকাল থেকে মহিলা কংগ্ৰেস কর্মীরা দিল্লিতে শাহর বাড়ির সামনে জড়ো হয়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। শ্লোগানে শ্লোগানে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। প্ৰাক্তন রাষ্ট্ৰপতি প্ৰণব মুখোপাধ্যায়ের কন্যা কংগ্ৰেস নেত্ৰী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় শাহর সঙ্গে দেখা করতে চান বলে পুলিশকে জানান। কিন্তু অপ্ৰীতিকর পরিস্থিতির আশঙ্কা করে পুলিশ প্ৰণব কন্যা শর্মিষ্ঠা সহ ৫০ জন মহিলা কংগ্ৰেস কর্মীকে আটক করে দিল্লির মন্দির মার্গ থানায় নিয়ে যায়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সিএএ-র বিরুদ্ধে উত্তপ্ত লখনৌ,ক্ষোভ ধূমায়িত হচ্ছে আহমেদাবাদেও

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat

Next Story
সংবাদ শিরোনাম