সিএএ-র বিরুদ্ধে উত্তপ্ত লখনৌ,ক্ষোভ ধূমায়িত হচ্ছে আহমেদাবাদেও

সিএএ-র বিরুদ্ধে উত্তপ্ত লখনৌ,ক্ষোভ ধূমায়িত হচ্ছে আহমেদাবাদেও
Published on

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)প্ৰতিবাদে ফুঁসছে রাজধানী দিল্লি। উত্তর প্ৰদেশের বিভিন্ন এলাকায়ও বিক্ষোভের একই ছবি দেখা যাচ্ছে। বহু মানুষ উত্তর প্ৰদেশের রাজধানী শহর লখনৌয়ে আন্দোলন করছেন পথে নেমে। বিভিন্ন স্থানে জনগণকে ছত্ৰখান করতে পুলিশ লাঠি চালায়। ক্ৰুদ্ধ জনতা পুলিশকে তাক করে পাথর ছোড়ারও অভিযোগ পাওয়া গিয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। দিল্লি,উত্তরপ্ৰদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ,কর্নাটক,গুজরাত সহ দেশের ১০টি রাজ্যে দেখা যাচ্ছে ক্ষোভের বহিঃপ্ৰকাশ। আন্দোলন নিয়ন্ত্ৰণে আনতে বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অশান্ত পরিস্থিতি বাগে আনতে দিল্লির বিভিন্ন এলাকায় বলবৎ করা হয়েছে ১৪৪ ধারা। দিল্লিতে শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। নাগরিকত্ব আইনের প্ৰতিবাদে উত্তপ্ত বেঙ্গালুরুও। আজ এই আইনের প্ৰতিবাদ করতে নেমে বেঙ্গালুরুতে গ্ৰেপ্তার হন ইতিহাসবিদ রামচন্দ্ৰ গুহ।

অপ্ৰীতিকর পরিস্থিতি সামাল দিতে দিল্লি-হরিয়ানা সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। উত্তরপ্ৰদেশে আন্দোলনকারীরা দুটো বাস পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ওদিকে আহমেদাবাদেও নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আজ দিল্লিতে প্ৰতিবাদ মিছিলে শামিল হন বাম নেতারা। ১৪৪ ধারা ভাঙার অভিযোগে সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি,সিপিআই নেতা ডি রাজা,সিপিএমের নীলোৎপল বসু,বৃন্দা কারাতকে পুলিশ আটক করে। কেন্দ্ৰের ওই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে পথে নেমে আটক হন কংগ্ৰেস নেতা অজয় মাকেন ও সন্দীপ দীক্ষিত।

এদিকে দেশের গণতান্ত্ৰিক কাঠামো ভাঙার অভিযোগে কেন্দ্ৰের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্ৰতিবাদে নেমেছে কংগ্ৰেস। কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়ঙ্কা গান্ধী ভদরা সতর্ক করে দিয়ে বলেছেন,‘কেন্দ্ৰ গণতন্ত্ৰের কণ্ঠরোধ করার যত বেশি চেষ্টা করবে ততই মানুষের প্ৰতিবাদ বেড়ে যাবে’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com