Begin typing your search above and press return to search.

অসময়ের ঝড়ে বিপর্যন্ত যোরহাটের জনজীবন

অসময়ের ঝড়ে বিপর্যন্ত যোরহাটের জনজীবন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Oct 2019 10:40 AM GMT

যোরহাটঃ সোমবার সকালে প্ৰচণ্ড ঝড় ও বৃষ্টিতে যোরহাট জেলার স্বাভাবিক জীবন পঙ্গু হয়ে পড়ে। ঝড়ের দাপট চলে সকাল ১০টা থেকে ১১ টা অবধি। প্ৰচণ্ড ঘূর্ণি ঝড়ের সঙ্গে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টিও। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়ের ঝাপটায় উড়ে যায় বহু বাড়ির টিনের চাল,ধরাশয়ী হয় বেশকিছু বিদ্যুতের খুঁটি,সমূলে ভেঙে পড়ে অজস্ৰ গাছপালা। পথপাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু রিকশা অনেকটা দূরে নিয়ে আছড়ে ফেলে ঝড়।

যোরহাট শহরের বুকে থাকা জুনিয়র কলেজ ক্ৰিসেন্ট অ্যাকাডেমি তাদের কলেজে দশদিন ছুটি ঘোষণা করেছে,শিক্ষা প্ৰতিষ্ঠানের তিন তলার উপরে একটি গাছের বড়সড় ডাল ভেঙে পড়ায়। তবে কলেজের ছাত্ৰরা এই ঘটনা থেকে কোনও ক্ৰমে বেঁচে গেছে। অন্যদিকে একটি বিশাল বটগাছ ভেঙে পড়েছে একটি আরসিসি বাড়ির ছাদের ওপর। তবে ওই বাড়ির পাঁচজন সদস্য বরাত জোরে বেঁচে যান। ঝড়ে বটগাছ সমূলে উৎপাটিত হওয়ায় চারটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। লিচুবাড়ি সদর রোডে বরুয়া অ্যান্ড অ্যাসোসিয়েটসের ক্যাম্পাসে ভেঙে পড়ে বট গাছটি। ওই এলাকায় একই পরিবারের ছয় জন সদস্য বাড়ি থেকে বাইরে দৌড়ে গিয়ে কোনও ক্ৰমে প্ৰাণ বাঁচান। ঝড়ে যোরহাট মিলিটারি স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলাশাসকের আবাসগৃহ চত্বরেও ভেঙে পড়েছে গাছ। বিচার .বিভাগীয় ম্যাজিস্ট্ৰেটের বাড়ির চত্বরেও দেখা গেছে গাছ ভেঙে পড়তে।

স্থানে স্থানে গাছের ডাল পড়ে ইলেকট্ৰিকের তার ছিড়ে গেছে। ঝড়ের দৌরাত্ম্যে বেশ কিছু বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। প্ৰচণ্ড বৃষ্টির জন্য বন বিভাগ এবং এপিডিসিএল কর্মীদের অবরুদ্ধ সড়ক মুক্ত করতে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়। শহরে ভেঙে পড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ফের সচল করতে বিদ্যুৎ বিভাগের আরও কিছুটা সময়ের প্ৰয়োজন হবে।

যোরহাট শহরে এদিন বজ্ৰপাতে একটি যুবকের মৃত্যু হয় এবং একজন মহিলা আহত হন। নিহত যুবকটিকে দেবজিৎ দাস(২২)নামে শনাক্ত করা হয়েছে। সে গড়মুরের বাসিন্দা। আহত মহিলার নাম গীতা ঘোষ,লিচুবাড়ি কলোনির বাসিন্দা তিনি। যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ দুর্বিষহ অবস্থার মধ্যেই কাজ করছেন গীতানগর থানার কর্মীরা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man held for fake currency racket in Bongaigaon

Next Story