Begin typing your search above and press return to search.

শীঘ্ৰই সুবনশিরি,দিবং প্ৰকল্পের কাজ ফের শুরু হচ্ছে

শীঘ্ৰই সুবনশিরি,দিবং প্ৰকল্পের কাজ ফের শুরু হচ্ছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Aug 2019 1:09 PM GMT

নয়াদিল্লিঃ ন্যাশনাল হাইড্ৰো পাওয়ার কর্পোরেশন(এনএইচপিসি)২০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নিম্ন সুবনশিরি জল বিদ্যুৎ প্ৰকল্পের কাজ পুনরায় শুরু করার প্ৰস্তুতি নিচ্ছে। ‘নির্মাণের কাজ এগিয়ে নিতে সমস্ত ধরনের সামগ্ৰী মজুত করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এবং ফিল্ড স্টাফরা ইতিমধ্যেই নির্মাণ স্থলে এসে গেছেন। জলস্তর একটু কমতেই বাঁধ নির্মাণের কাজ ফের শুরু করা হবে’-এনএইচপিসির সিএমডি বলরাজ যোশি দ্য সেন্টিনেলকে একথা জানিয়েছেন। ন্যাশনাল গ্ৰিন ট্ৰাইবুনাল সম্প্ৰতি(এনজিটি)তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশকে অনুমোদন জানিয়ে প্ৰকল্পের কাজ এগিয়ে নেওয়ার ছাড়পত্ৰ দিয়েছে।

কাজ পূর্ণোদ্যমে শুরু হয়ে গেলে প্ৰকল্পটি আগামি চার বছরের মধ্যে চালু হয়ে যাবে-বলেন যোশি।

তিনি আরও বলেন,প্ৰকল্পটির খরচের অঙ্ক ইতিমধ্যেই দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২৮৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দিবং মাল্টিপারপাস প্ৰকল্প প্ৰসঙ্গে যোশি বলেন,এনএইচপিসি যত তাড়াতাড়ি সম্ভব একাজ শুরু করবে। ‘এটা অসম এবং প্ৰতিবেশী অঞ্চলগুলোতে বন্যা সমস্যা প্ৰশমন করতে সাহায্য করবে বলে যোশি উল্লেখ করেন। সম্প্ৰতি অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি(সিসিইএ)প্ৰাক বিনিয়োগ সংক্ৰান্ত কার্যকলাপের খরচ এবং ২৮৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দিবং প্ৰকল্পের অন্যান্য বিভিন্ন ক্লিয়ারেন্সের বিষয়টি অনুমোদন করেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ উত্তর লখিমপুর,বিহপুরিয়ায় সুবনশিরির ভাঙন অব্যাহত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police Sub-Inspector dies in a fatal accident in Tinsukia | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম