টিএইচবি কলেজ,জামুগুড়িহাট রিক্ৰুটমেন্ট ২০২০

টিএইচবি কলেজ,জামুগুড়িহাট রিক্ৰুটমেন্ট ২০২০

টিএইচবি কলেজ,জামুগুড়িহাট রিক্ৰুটমেন্ট ২০২০

টিএইচবি কলেজ,জামুগুড়িহাটে অ্যাসিস্টান্ট প্ৰফেসর-এর ২টি পদে নিয়োগের জন্য আবেদনপত্ৰ আহ্বান করা হয়েছে। ডিএইচই-র প্ৰেসক্ৰাইবড ফরম্যাটে এইচএসএলসি থেকে শুরু করে পরবর্তী শিক্ষার সমস্ত বায়োডাটা ও টেস্টিমোনিয়েলস সহ আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে অধ্যাপকের এই স্যাংশন পদগুলোর জন্য। ইউজিসি-র সাম্প্ৰতিক নর্মস অনু্যায়ী নিম্নলিখিত অধ্যাপক পদের জন্য ইউজিসি পে স্কেল থাকছে। পদগুলির জন্য নেট/শ্লেট/সেট যোগ্যতা থাকা বাধ্যতামূলক শর্ত।

পদের নামঃ অ্যাসিস্টান্ট প্ৰফেসর

পদের সংখ্যাঃ ০২(একটি পদ এসটি(এইচ)এবং একটি পদ এসটি(পি)-র জন্য

বিষয়ঃ স্ট্যাটেস্টিক্স

শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসির(মিনিমাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্ৰসিডিউর ফর অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্ৰি)রেগুলেশন ২০০৯ অনু্যায়ী যে সমস্ত প্ৰার্থীর পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের নেট/শ্লেট/সেট-এর ন্যূনতম যোগ্যতার শর্ত থেকে ছাড় দেওয়া হবে।

বয়সঃ প্ৰার্থীদের বয়স ১-১-২০২০ পর্যন্ত ৩৮ বছরের বেশি যেন না হয়। তবে এসসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৫ বছর এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৩ বছর রেহাই দেওয়া হবে। প্ৰার্থীদের স্থায়ী আবাসিক প্ৰমাণপত্ৰ থাকা চাই এবং স্থানীয় ভাষা জানতে হবে।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰয়োজনীয় সমস্ত টেস্টিমোনিয়েলস সহ সম্পূর্ণ আবেদন ২০০০ হাজার টাকার(দুহাজার টাকা)ডিমান্ড ড্ৰাফট প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি ত্যাগবীর হেম বরুয়া কলেজ,জামুগুড়িহাট-এর অনুকূলে পেয়েবল অ্যাট ইউকো ব্যাংক,জামুগুড়িহাট ব্ৰাঞ্চ পাঠাতে হবে। বিজ্ঞাপন প্ৰকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্ৰ পাঠানো চাই। যারা এর আগে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করতে হবে নে।

Sd/ড. অজিত হাজরিকা,প্ৰিন্সিপাল সেক্ৰেটারি টিএইচবি কলেজ,জামুগুড়িহাট কারচানতোলা-৭৮৪১৮৯

Official Website: Click here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com