Begin typing your search above and press return to search.

করোনা আতঙ্কঃ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে আগ্ৰার তাজমহল

করোনা আতঙ্কঃ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে আগ্ৰার তাজমহল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 March 2020 11:38 AM GMT

নয়াদিল্লিঃ মারণ জীবাণু করোনা ভাইরাসের প্ৰাদুর্ভাবের জন্য আগ্ৰার বিশ্বখ্যাত স্মৃতিসৌধ শ্বেতশুভ্ৰ তাজমহল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে। ১১৭১ সালে ভারত-পাক লড়াইয়ের সময় প্ৰথমবার বন্ধ রাখা হয়েছিল তাজমহল। অসংখ্য পর্যটক যাঁরা সৌধটি পরিদর্শনের অপেক্ষায় ছিলেন,এই খবরে রীতিমতো হতাশ হয়েছেন তাঁরা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক টুইটে ৩১ মার্চ অবধি তাজমহল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

ওই রিপোর্টটির মতে,মুঘল সম্ৰাট শাহজাহানের তিনদিনের বার্ষিক উরস পর্বও এখন বাতিল করা হয়েছে। উল্লেখ,পত্নিপ্ৰেমের নিদর্শন হিসেবে শাহজাহানই এই শ্বেতপাথরের সৌধটি নির্মাণ করেছিলেন। মার্কিন রাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰাম্প এবং তার স্ত্ৰী মেলেনিয়ার ভারত সফরে আসার আগে তাজমহল এবং এর আশাপাশ এলাকার সৌন্দর্য বর্ধন করা হয়েছিল। ট্ৰাম্প এবং মেলেনিয়া ফেব্ৰুয়ারি মাসে এই সুরম্য সৌধটি পরিদর্শন করে মুগ্ধ হয়েছিলেন।

ট্ৰাম্পের সফরের প্ৰাক্কালে তাজমহল ঘেঁষে থাকা শুকনো ও দূষিত যমুনা নদী উত্তরপ্ৰদেশ প্ৰশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ট্ৰাম্প,মেলেনিয়া এবং মার্কিন প্ৰতিনিধিদের স্বাগত জানাতে তাজমহলের জৌলুস ও আশপাশ এলাকা সাজিয়ে গুছিয়ে তোলে উত্তর প্ৰদেশ সরকার। যমুনার দূষিত জল ও নোংরা দুর্গন্ধ ঘোচাতে ৫০০ কিউসেক জল রিলিজের ব্যবস্থা করা হয়। তাজমহলকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য প্ৰচুর কর্মীকে কাজে লাগায় উত্তর প্ৰদেশ প্ৰশাসন। মোদ্দা কথায় তাজের অপরূপ মাধুরী প্ৰেসিডেন্ট ট্ৰাম্প ও মেলেনিয়ার সামনে তুলে ধরতে প্ৰশাসন চেষ্টায় কোনও খামতি রাখেনি।

প্ৰাক্তন মার্কিন রাষ্ট্ৰপতি বিল ক্লিন্টন তাজমহল পরিদর্শন কালে আগ্ৰাকে ‘ভূতের নগরী’ আখ্যা দিয়েছিলেন বলে খবর রয়েছে। কারণ ক্লিন্টনের সফরকালে আগ্ৰার রাস্তা ও প্ৰধান মল রোড সিল করে দেওয়ায় পথঘাট শুনশান ছিল। তাই পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উত্তর প্ৰদেশ প্ৰশাসন এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি করেনি। ট্ৰাম্পকে স্বাগত জানাতে এবার স্কুল ছাত্ৰদের ফ্ল্যাগসহ পথের দুপাশে সারি বাঁধে দাড় করিয়েছিল প্ৰশাসন।

যে সমস্ত বিদেশি পর্যটক ট্ৰাম্পের সফরলগ্নে তাজমহল পরিদর্শন করেছেন তারা বলেছেন ‘আমরা ভাগ্যবান ১৭ শো শতাব্দীর এইস্মৃতি চাক্ষুষ করতে পেরে’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বৈষম্য উড়িয়ে দিয়ে নৌ বাহিনীতে মহিলাদের জন্য স্থায়ী কমিশন মঞ্জুর সুপ্ৰিম কোর্টের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS leader Akhil Gogoi granted bail as NIA fails to submit charge-sheet

Next Story
সংবাদ শিরোনাম