কেন্দ্ৰীয় বিদ্যালয়ে অসমিয়া ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে কেভিএসকে স্মারকপত্ৰ অভিভাবকদের

কেন্দ্ৰীয় বিদ্যালয়ে অসমিয়া ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে কেভিএসকে স্মারকপত্ৰ অভিভাবকদের

গুয়াহাটিঃ গুয়াহাটির খানাপাড়া স্থিত কেন্দ্ৰীয় বিদ্যালয়ের অভিভাবক ঐক্যমঞ্চ স্কুলে ক্লাস ওয়ান থেকে দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া ভাষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করার দাবিতে শুক্ৰবার নয়াদিল্লির কেন্দ্ৰীয় বিদ্যালয় সংগঠনের(কেভিএস)কাছে একটি স্মারকপত্ৰ পাঠিয়েছে।

অভিভাবকরা ওই স্মারকপত্ৰের মাধ্যমে কেভিএস কমিশনারকে জানিয়েছেন যে খানাপাড়াস্থ কেন্দ্ৰীয় বিদ্যালয়ের অধ্যক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া ভাষা শিক্ষাদান ব্যবস্থা শুরু করতে সম্মতি প্ৰকাশ করেছেন। ‘কিন্তু মূল কথা হচ্ছে ভাষা এমন একটা বিষয়,যা গোড়া থেকে শুরু করাই শ্ৰেয়। তাই ক্লাস ওয়ান থেকে ভাষা শিক্ষার ব্যবস্থা করলে শিশুদের পক্ষে তা রপ্ত করা অনেকটাই সহজ হবে’-উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

খানাপাড়া কেন্দ্ৰীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সম্প্ৰতি অভিভাবকদের জানিয়েছিলেন যে অতিরিক্ত কোনও বিষয়ে(অসমের ক্ষেত্ৰে অসমিয়া বা অন্য কোনও বিদেশি ভাষা)শিক্ষা দানের ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে। তবে সেটা দৈনন্দিন স্কুলের সমসীমার পরে এবং এরজন্য আগ্ৰহী ছাত্ৰের সংখ্যা কমেও ১৫ জন হওয়া চাই। গত ২৯ মার্চ কেভিএস-এর তরফে ইস্যু করা এক চিঠিতে বলা হয়েছিল,কেন্দ্ৰীয় বিদ্যালয়ে অসমিয়া ভাষা শিক্ষা দানের বিষয়টি অগ্ৰাধিকারের মধ্যে পড়ে না। এরই পরিপ্ৰেক্ষিতে মঞ্চ ওই স্মারকপত্ৰ দাখিল করেছে। ওদিকে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)সতর্ক করে দিয়ে বলেছে,কোনও স্কুল অসমিয়া ভাষা শিক্ষাদানে অবহেলা করলে সেটা বরদাস্ত করা হবে না। ছাত্ৰ সংগঠনটি ক্লাস ওয়ান থেকে দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া ভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক করার জন্য খানাপাড়া কেন্দ্ৰীয় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে। অসম সাহিত্য সভাও রাজ্যের সব কেন্দ্ৰীয় বিদ্যালয়ে সমস্ত ছাত্ৰের জন্য অসমিয়া ভাষায় শিক্ষাদান ব্যবস্থা চালু করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্য করাতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com