Begin typing your search above and press return to search.

সাহিত্যসভা চায় অসমের বিভিন্ন ইস্যু কেন্দ্ৰের দরবারে তুলে ধরুন তেলি

সাহিত্যসভা চায় অসমের বিভিন্ন ইস্যু কেন্দ্ৰের দরবারে তুলে ধরুন তেলি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Jun 2019 10:12 AM GMT

গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সরকারে প্ৰতিমন্ত্ৰী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় রামেশ্বর তেলিকে শুভেচ্ছা জানিয়েছে অসম সাহিত্যসভা। শুক্ৰবার এক প্ৰেস বিবৃতিতে অসম সাহিত্যসভার সভাপতি পরমানন্দ রাজবংশী আশার সুরে বলেন,অসমের মানুষের বৃহত্তর স্বার্থে তেলি কেন্দ্ৰে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থ হবেন।

বৃহস্পতিবার রাষ্ট্ৰপতি ভবনের ফোরকোর্টে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে তেলিও কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিসেবে শপথ নেন। খাদ্য প্ৰস্তুতকরণ শিল্পের দায়িত্ব দেওয়া হয়েছে তেলির কাঁধে। শুক্ৰবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তেলি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং অসমের জনগণকে ধন্যবাদ জানান। ‘খাদ্য প্ৰস্তুতকরণ শিল্প আমার কাছে একটা নতুন বিষয়। এব্যাপারে আমি অসমের মানুষের সমর্থন চাই। অসমের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কেন্দ্ৰীয় সরকারের কাছে অবশ্যই আওয়াজ তুলবো’-বলেন তেলি। তিনি আরও বলেন,উত্তর পূর্বাঞ্চলের বিকাশের স্বার্থে কাজ করা তাঁর লক্ষ্য হবে। তেলি আরও বলেন,তাঁর বিভাগে বিভিন্ন স্কিম রয়েছে। এই স্কিমগুলোর মাধ্যমে অসম ও উত্তর পূর্বাঞ্চলে খাদ্য প্ৰস্তুতকরণের ক্ষেত্ৰে এক নতুন পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এরফলে এই অঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।

Next Story
সংবাদ শিরোনাম