গুয়াহাটিঃ সংশোধিত নাগরিকত্ব আইনের(ক্যা)বিরুদ্ধে রাজ্যে যে আন্দোলন চলছে তা নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন,সংশোধিত নাগরিকত্ব আইনের দৌলতে যে কজন হিন্দু বাংলাদেশি নাগরিকত্ব পাবেন তাদের সংখ্যা খুবই নগণ্য হবে এবং তা অসমের জমি,ভাষা,সাহিত্য,সংস্কৃতিতে কোনও হুমকি হয়ে দাঁড়াবে না। প্ৰভাব পড়বে না অসমের জনবিন্যাসগত কাঠামোয়ও। শুক্ৰবার এখানে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্ৰী। সোনোয়াল বলেন,‘আমি যদি রাজ্যের মানুষের কল্যাণে কাজ করতে না পারি তাহলে আমি কার জন্য মুখ্যমন্ত্ৰীর পদে থাকবো। আমাদের দেশপ্ৰেমকে সন্দেহের চোখে দেখবেন না। আমি সব সময় আপনাদের সঙ্গে রয়েছি। অসমের খিলঞ্জিয়া মানুষের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে আমি বরাবর কাজ করে যাবো। যতদিন আমি রাজ্যের মুখ্যমন্ত্ৰী আছি ততদিন অসমিয়া সমাজকে কোনওভাবেই দুর্বল হতে দেব না। অসমিয়ার মর্যাদা অক্ষত রাখবো’। মুখ্যমন্ত্ৰী এদিন দৃঢ়তার সঙ্গে বলেন,এই রাজ্য অসমিয়াদের এবং তা অসমিয়াদেরই হয়ে থাকবে। অসমিয়া কৃষ্টি,ভাষা,সংস্কৃতি,অস্তিত্ব আগের মতোই স্বমহিমায় থাকবে উজ্জ্বল। কেউ অসমিয়া ভাষা,কৃষ্টি,সংস্কৃতিকে কেড়ে নেওয়ার কোনও অবকাশ নেই। খিলঞ্জিয়া অসমিয়াদের বিভিন্ন অধিকার ও সু্যোগ সুবিধা অক্ষত ও অম্লান রাখতে অসম চুক্তির ৬নং দফা রূপায়ণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সোনোয়াল। তিনি বলেন,স্বয়ং প্ৰধানমন্ত্ৰী ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অসম চুক্তির এই দফা রূপায়ণে আগ্ৰহ দেখিয়েছেন। অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি মাস খানেকের মধ্যেই তাদের রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। ‘আমি আপনাদের কথা দিচ্ছি অসমিয়া চিরদিনই রাজ্যভাষা হয়ে থাকবে’।
সোনোয়াল বলেন,একটা শ্ৰেণি নাগরিকত্ব আইনের ভুল ব্যাখ্যা করছে। যার পরিণতিতে আন্দোলন ভয়ংকর রূপ নিয়েছে। ক্যা-র মাধ্যমে ব্যাপক সংখ্যক বাংলাদেশি হিন্দু ভারতীয় নাগরিকত্ব পাবে বলে প্ৰচার করে ওই শ্ৰেণিটি মানুষকে ভুল পথে চালিত করছে। মুখ্যমন্ত্ৰী বলেন,এই আইনের মাধ্যমে যে সমস্ত লোক উপকৃত হবে তার সংখ্যা নিতান্তই নগণ্য। অসমের গ্ৰামের মাটি,চা বাগানের সিলিং সারপ্লাস জমি অবৈধ বাংলাদেশিদের দেওয়া হবে বলে প্ৰচার চালানো হচ্ছে? এটা কী করে সম্ভব। নতুন করে রাজ্যে আর কোনও লোক আসতে পারবে না। দীর্ঘদিন ধরে যারা আমাদের সঙ্গে বসবাস করছেন একমাত্ৰ তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর এই সংখ্যা হবে নিছকই নগণ্য। নতুন করে কোনও বিদেশি রাজ্যে আসছে না। ভারতীয় নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছেন সরকার সেই সংখ্যা তুলে ধরার পর পুরো বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে-বলেন সোনোয়াল।
ক্যা-র বিরুদ্ধে রাজ্যে যারা গণতান্ত্ৰিক পথে আন্দোলন করছেন তাদের প্ৰতি সরকারের শ্ৰদ্ধা রয়েছে। আমরা আন্দোলনকারীদের আলোচনার জন্য আমন্ত্ৰণ জানাচ্ছি। তিনি মনে করেন,এভাবে আন্দোলন না করে আলোচনার মাধ্যমেই সমস্যার জট খোলা যেতে পারে। আসু,এজেওয়াইসিপি সহ বিভিন্ন সংগঠনকে আলোচনায় বসার আমন্ত্ৰণ জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী। ক্যা নিয়ে রাজ্যের চা জনগোষ্ঠী ও মুসলিম সম্প্ৰদায়ের আশঙ্কার কোনও কারণ নেই বলে উল্লেখ করেন তিনি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ভিডিও ফুটেজ থেকে অগ্নিসংযোগ,হিংসাত্মক ঘটনার ক্লু সংগ্ৰহ করছে অসম পুলিশ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat