চূড়ান্ত এনআরসি-র তালিকা নিয়ে ‘খুশি নন’ সাংসদ পল্লবলোচন দাস

চূড়ান্ত এনআরসি-র তালিকা নিয়ে ‘খুশি নন’ সাংসদ পল্লবলোচন দাস
Published on

ঢেকিয়াজুলিঃ তেজপুরের সাংসদ পল্লব লোচন দাস শনিবার সন্ধ্যায় ঢেকিয়াজুলি পুরসভার কার্যালয় পরিদর্শন করেন। ঢেকিয়াজুলি পুরসভার এক্স অফিসিও সদস্য হিসেবে কার্যভার বুঝে নিতেই তাঁর এখানে আসা। পুরসভার কার্যালয়ে এক বৈঠকের পর তেজপুরের সাংসদ সদ্য প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত তালিকা সম্পর্কে অসন্তুষ্টি ব্যক্ত করেন।

চূড়ান্ত এনআরসি থেকে ব্যাপক সংখ্যক প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ায় গভীর উদ্বেগ প্ৰকাশ করেন তিনি। সাংসদ দাস বলেন,এনআরসি প্ৰকাশে যা ঘটেছে তা প্ৰত্যাশিত ছিল না। তিনি পর্যায়ক্ৰমে বলেন,এনআরসি প্ৰকাশ প্ৰক্ৰিয়ায় ভুল থেকে গেছে এবং তাঁর সরকার রাজ্যের এনআরসি উত্তর পরিস্থিতি নিয়ে দলীয় পর্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করবে। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর ঢেকিয়া্জুলি রাজস্ব সার্কলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঢেকিয়াজুলি রাজস্ব চক্ৰের বিভিন্ন প্ৰান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে যে,চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে সহস্ৰাধিক প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Ganesh Chaturthi celebrated in Guwahati City | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com