আমাকে অন্ধ্ৰপ্ৰদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগের খবর সম্পূর্ণ মিথ্যেঃ সুষমা

আমাকে অন্ধ্ৰপ্ৰদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগের খবর সম্পূর্ণ মিথ্যেঃ সুষমা
Published on

নয়াদিল্লিঃ সুষমা স্বরাজকে অন্ধ্ৰপ্ৰদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা নিয়ে যে গুজব ছড়িয়েছে,খোদ স্বরাজই তা সম্পূর্ণ মিথ্যে বলে উল্লেখ করেছেন। প্ৰথম দফার মোদি সরকারের বিদেশ মন্ত্ৰী ছিলেন স্বরাজ। প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী এটা পরিষ্কার করে জানান,কোনও পদেই তাঁকে নিয়োগ করা হয়নি। তাই ওই খবরটি সম্পূর্ণ মিথ্যে। ভুয়া সংবাদের ওপর ভিত্তি করে কেন্দ্ৰীয় মন্ত্ৰী হর্ষ বর্ধন এক টুইটে তাঁকে ধন্যবাদ জানানোয় বরিষ্ঠ বিজেপি নেত্ৰী খবরটি যে ভুয়া তা বুঝতে পারেন। এই খবরে আমি স্তম্ভিত ও হতচকিত-এক টুইটে বলেন স্বরাজ। ‘আমাকে অন্ধ্ৰপ্ৰদেশের রাজ্যপাল পদে নিয়োগ করার খবর মোটেও সত্য নয়’।

এই গুজব খবর একজন কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে যদি এভাবে বোকা বানাতে পারে তাহলে এটা অনুমান করা বোধ হয় ভুল হবে না যে তাঁর নিয়োগ সম্পর্কে ওই গুজব খবরটি কতটা শক্তিশালীভাবে ছড়ানো হয়েছে।

স্বরাজ আরও বলেন,আমি উপরাষ্ট্ৰপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে এবিষয়ে কথা বলেছি। তবে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের একজন মুখপাত্ৰ এই রিপোর্টটি অস্বীকার করেছেন। এই ভুয়া খবরটি একেবারেই অর্থহীন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com