তিনসুকিয়ায় আটক তিন কট্টর আলফা(আই)ক্যাডার

তিনসুকিয়ায় আটক তিন কট্টর আলফা(আই)ক্যাডার

তিনসুকিয়াঃ নিরাপত্তা বাহিনী তিনসুকিয়া জেলায় সন্ত্ৰাস বিরোধী অভি্যান চালিয়ে আলফা(আই)র তিন ক্যাডারকে আটক করতে সফল হয়েছে। এটা নিরাপত্তা বাহিনীর একটা বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।

আটক তিন আলফা(আই)ক্যাডারকে বাবুল মরান ওরফে টাইগার অসম,বিনন্দ দহোটিয়া ওরফে স্বদেশ অসম এবং চন্দ্ৰকান্ত বরগোঁহাই ওরফে টিপং অসম নামে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬-১৫ নাগাদ তরানি সংরক্ষিত বনাঞ্চল থেকে নিরাপত্তা বাহিনী এই তিন কট্টর আলফা ক্যাডারকে আটক করতে সক্ষম হয়। এদের হেফাজত থেকে বেশকিছু অত্যাধুনিক অস্ত্ৰশস্ত্ৰ বাজেয়াপ্ত করা হয়েছে। উজান অসমে সক্ৰিয় সন্ত্ৰাসী সংগঠনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর চলতি অভিযানের অংশ ছিল এই অপারেশন।

আলফার এই ক্যাডাররা মায়ানমার সীমান্ত টপকে অসমে প্ৰবেশ করার খবর গোয়েন্দা সূত্ৰে প্ৰায় পক্ষকাল আগেই পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এই খবরের ওপর ভিত্তি করেই সেনা ও পুলিশ এই যৌথ অভিযান চালায়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com