ভারত-ভুটান সীমান্তে এনডিএফবি(এস)-এর তিন নবনিযুক্ত ক্যাডার গ্ৰেপ্তার

ভারত-ভুটান সীমান্তে এনডিএফবি(এস)-এর তিন নবনিযুক্ত ক্যাডার গ্ৰেপ্তার
Published on

কোকরাঝাড়ঃ ভারত-ভুটান সীমান্ত থেকে মঙ্গলবার রাতে ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ডের স্বরাইগ্ৰা(এনডিএফবি-এস)এর নব নি্যুক্ত তিন ক্যাডারকে গ্ৰেপ্তার করা হয়েছে।

কচুগাঁওয়ের সিআই-র নেতৃত্বে ১২ শিখ এলআই আর্মি,২১০ কোব্ৰা সেনা সহ এপিআর ভারত-ভুটান সীমান্তের রিপু সংরক্ষিত বনাঞ্চলের বাসবা এলাকায় যৌথ তল্লাশি অভি্যানে নেমে এনডিএফবি(এস)এর নবনিযুক্ত তিন ক্যাডারকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। কট্টর জঙ্গি সংগঠন এনডিএফবি(এস)-এ নবনিযুক্তরা সংগঠনে যোগ দিতে যাবার খবর বিশ্বস্ত সূত্ৰে জানতে পেরে যৌথবাহিনী ওই এলাকায় অভিযানে নামে।

বাথার নেতৃত্বে এনডিএফবি(এস)এর নবনিযুক্ত ক্যাডাররা অস্ত্ৰ সহ সংগঠনে যোগ দিতে যাওয়ার সময় তাদের আটক করে যৌথবাহিনী। তবে একজন ক্যাডার অন্ধকারের সু্যোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যৌথ বাহিনী সংগঠনের যে তিন ক্যাডারকে অস্ত্ৰ সমেত আটক করেছে তাদের মনোজিৎ মুসাহারি(৩৮),গোলাপ মুসাহারি(২৭)এবং বীরসন নার্জারি(১৯)নামে শনাক্ত করা হয়েছে।

ধৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল,ছটি পিস্তল ম্যাগজিন,ছয় রাউন্ড ৭.৬৫ এমএম গোলাবারুদ এবং একটি ম্যাচেটে,আনুমানিক ৪০ কেজি চাল ও চারটি টারপোলিন ইত্যাদি উদ্ধার করা গেছে। এব্যাপারে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP protest over Citizenship Amendment Bill in Golaghat

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com