অরুণাচল প্ৰদেশে আটক এনএসসিএন(আর)এর তিন কট্টর জঙ্গি

ইটানগরঃ নিরাপত্তা রক্ষীরা অরুণাচল প্ৰদেশে এনএসসিএন(আর)এর তিন কট্টর জঙ্গিকে আটক করেছে। চাংলেং জেলায় ভীতি প্ৰদর্শন করে টাকা তোলার অভি্যোগে এদের আটক করা হয়। প্ৰতিরক্ষা বিভাগের একজন বরিষ্ঠ কর্মকর্তারা রবিবার এখানে একথা জানান।
বিদ্ৰোহী সংগঠনের ক্যাডারদের আনাগোনার খবর বিশ্বস্ত সূত্ৰে জানতে পেরে আসাম রাইফেলসের চাংলেং ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার রাত থেকে অভি্যান চালিয়ে এই তিন এনএসসিএন(আর)ক্যাডারকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে জঙ্গি সংগঠনের স্থানীয় এরিয়া কমান্ডারও রয়েছে। জেলার ওল্ড সালের গ্ৰাম থেকে নিরাপত্তা রক্ষীরা এদের আটক করে।
আটক ক্যাডারদের সংগঠনের স্বঘোষিত ক্যাপ্টেন ওয়াংজিয়াং পাংথা(এরিয়া কমান্ডার),স্বঘোষিত সার্জেন্ট লিমংলাং তুতসা এবং স্বঘোষিত প্ৰাইভেট চামল ডাংলি নামে শনাক্ত করা হয়েছে। কোহিমা ভিত্তিক প্ৰতিরক্ষা বিভাগের মুখপাত্ৰ কর্নেল চিরনজিৎ কোঁয়র একথা জানান। জঙ্গি ক্যাডারদের কাছ থেকে পিস্তল ও বেশকিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।