Begin typing your search above and press return to search.

ভোট গণনার জন্য ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা,বললেন জেলাশাসক পেগু

ভোট গণনার জন্য ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা,বললেন জেলাশাসক পেগু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 May 2019 1:21 PM GMT

গুয়াহাটিঃ কামরূপ(মেট্ৰো)জেলা প্ৰশাসন লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য সম্পূর্ণ প্ৰস্তুতি গুটিয়ে এনেছে। ভোট গণনা শুরু হচ্ছে ২৩ মে সকাল ৮টা থেকে।

কামরূপের(মেট্ৰো)জেলাশাসক বিশ্বজিৎ পেগু সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেন,ভোট গণনা যাতে নির্বিঘ্নে হতে পারে তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। গণনায় যাতে কোনওরকম ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা গ্ৰহণ করেছে প্ৰশাসন। গণনা কেন্দ্ৰ ও স্ত্ৰং রুমের চার পাশে ঘিরে থাকবে সুরক্ষা কর্মী। ৫৬টি পৃথক টেবিলে গণনা চলবে। লোকসভা নির্বাচনে জেলার চারটি বিধানসভা ক্ষেত্ৰে ব্যবহৃত ইভিএম এবং ২০টি ভিভিপিএটি মেশিনের শ্লিপগুলিও গণনা করা হবে-জানান জেলাশাসক।

তিনি আরও বলেন,গণনা কেন্দ্ৰগুলিতে ত্ৰিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্ৰে সেল ফোন ও ক্যামেরার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। শহরের মণিরাম দেওয়ান ট্ৰেড সেণ্টারে গণনার কাজ চলবে। অসমে লোকসভা নির্বাচন ১১,১৮ ও ২৩ এপ্ৰিল তিন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। গুয়াহাটি কেন্দ্ৰে নির্বাচন হয়েছিল তৃতীয় দফায়। কামরূপ মেট্ৰোর চারটি বিধানসভা ক্ষেত্ৰে ২৩ মে গণনা হবে। ভিভিপিএটি গোনা হবে সুপ্ৰিমকোর্টের নির্দেশানু্যায়ী। ইভিএম গণনা শেষ হওয়ার পরই ভিভিপিএটি গোনা হবে।

Next Story
সংবাদ শিরোনাম