গণনা কেন্দ্ৰে কড়া নিরাপত্তা বেষ্টনী,৮ মে নাশকতা চালাতেই অসমে এসেছিল বিজয় অসমঃ পুলিশ কমিশনার

গণনা কেন্দ্ৰে কড়া নিরাপত্তা বেষ্টনী,৮ মে নাশকতা চালাতেই অসমে এসেছিল বিজয় অসমঃ পুলিশ কমিশনার
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল বিজয় অসম এবং বাইকটি চালিয়েছিল চিস্ময় লস্কর। গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার আজ এই মত প্ৰকাশ করেন। তিনি বলেন,বর্তমানে বিজয় অসমকে জেরা করা হচ্ছে। বিজয় অসম গত ৮ মে অসমে প্ৰবেশ করে অন্তর্ঘাতী কার্যকলাপ চালাতে। অন্তর্ঘাতের পরিকল্পনা সম্পর্কে অভিযান চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিজয় অসম মায়ানমারে প্ৰশিক্ষণ নিয়েছিল। আলফা(আই)রাজ্যে অন্তর্ঘাতী কার্যকলাপের পরিকল্পনা করছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে আগামিকাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তাই প্ৰতিটি গণনা কেন্দ্ৰে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে-জানান পুলিশ কমিশনার। গুয়াহাটি বিস্ফোরণের ঘটনায় ধৃত প্ৰাণময় রাজগুরুর আগে থেকেই বিজয় অসমের সঙ্গে সম্পর্ক ছিল বলে তিনি উল্লেখ করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com